চুয়াডাঙ্গা প্রতিনিধি
এসআই সুকান্ত কুমার দাসকে আদালতের নির্দেশে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরিমূলে তাঁকে আদালতে সোপর্দ করেন। বেলা ৩টায় তাঁকে আদালতে তোলা হয়। সুকান্ত দাসের ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু জানান, সরকারি কর্মচারী গ্রেপ্তারসংক্রান্ত প্রচলিত বিধিবিধান অনুসরণ করেই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি এবং আদালতে আরও একটি মামলা রয়েছে। তিনি আরও জানান, আসামিকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
এর আগে এসআই সুকান্ত কুমার দাসকে গ্রেপ্তার করার খবর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) পক্ষ থেকে জানানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কেএমপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় বলা হয়, এসআই (নিরস্ত্র) সুকান্ত কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মচারী গ্রেপ্তারসংক্রান্ত বিধিবিধান অনুসরণ করে তাঁকে কোর্টে চালান দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে। জানতে চাইলে পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, এসআই সুকান্তকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে আজ বিকেল থেকে আবার কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। বিক্ষোভকারীরা সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে ভবনের সামনের সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকা অবস্থায় এসআই সুকান্ত দাস গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্যাতন চালান। খুলনা সদর থানায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত ১২ ডিসেম্বর মামলা করা হয়। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে খুলনা নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ অন্তত চারটি মামলা চলমান রয়েছে।
গত মঙ্গলবার (২৪ জুন) একটি মামলায় স্বাক্ষী দিতে খুলনা আদালতে যান এসআই সুকান্ত দাস। সেদিন খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয় লোকজন মারধর করে তাঁকে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু রাতেই থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কেএমপির সদর দপ্তর ঘেরাও করে পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। তাঁরা পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি করেন। এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে রাত পৌনে ৯টায় বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত রাখেন। তবে পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে আজ বিকেলে আবার কেএমপি সদর দপ্তর ঘেরাও করা হবে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্র জানায়।
এসআই সুকান্ত কুমার দাসকে আদালতের নির্দেশে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরিমূলে তাঁকে আদালতে সোপর্দ করেন। বেলা ৩টায় তাঁকে আদালতে তোলা হয়। সুকান্ত দাসের ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু জানান, সরকারি কর্মচারী গ্রেপ্তারসংক্রান্ত প্রচলিত বিধিবিধান অনুসরণ করেই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি এবং আদালতে আরও একটি মামলা রয়েছে। তিনি আরও জানান, আসামিকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
এর আগে এসআই সুকান্ত কুমার দাসকে গ্রেপ্তার করার খবর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) পক্ষ থেকে জানানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কেএমপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় বলা হয়, এসআই (নিরস্ত্র) সুকান্ত কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মচারী গ্রেপ্তারসংক্রান্ত বিধিবিধান অনুসরণ করে তাঁকে কোর্টে চালান দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে। জানতে চাইলে পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, এসআই সুকান্তকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে আজ বিকেল থেকে আবার কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। বিক্ষোভকারীরা সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে ভবনের সামনের সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকা অবস্থায় এসআই সুকান্ত দাস গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্যাতন চালান। খুলনা সদর থানায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত ১২ ডিসেম্বর মামলা করা হয়। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে খুলনা নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ অন্তত চারটি মামলা চলমান রয়েছে।
গত মঙ্গলবার (২৪ জুন) একটি মামলায় স্বাক্ষী দিতে খুলনা আদালতে যান এসআই সুকান্ত দাস। সেদিন খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয় লোকজন মারধর করে তাঁকে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু রাতেই থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কেএমপির সদর দপ্তর ঘেরাও করে পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। তাঁরা পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি করেন। এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে রাত পৌনে ৯টায় বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত রাখেন। তবে পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে আজ বিকেলে আবার কেএমপি সদর দপ্তর ঘেরাও করা হবে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্র জানায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে