চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পৃথক দুটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের স্বাধীন আলী (৩৭), পৌর শহরের ফার্মপাড়ার আশিকুর রহমান আশিক ওরফে বাদশা (২৭) ও জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের জমির উদ্দীন (৪৮)।
আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে ২০২২ সালের ৯ মে রাতে একদল দুর্বৃত্ত কামাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে বাইরে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কামালের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে আলমডাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক (নিরস্ত্র) ইকরামুল হোসাইন ২০২২ সালের ৩১ জুলাই পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় আসামি স্বাধীন ও আশিকুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত ১৭ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০২২ সালের ১৬ জুন দুপুরে পূর্বপরিকল্পিতভাবে বাবলু রহমানকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ওই দিনই তাঁর স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে জীবননগর থানায় হত্যা মামলা করেন। পুলিশি তদন্ত শেষে ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন জীবননগর থানার উপপরিদর্শক সৈকত পাড়ে। এতে একমাত্র অভিযুক্ত ছিলেন জমির উদ্দিন। ১৪ জনের সাক্ষ্য নেওয়া শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে জমিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মারুফ সারোয়ার বাবু বলেন, একটি মামলায় দুজনকে এবং আরেকটি মামলায় একজনকে ফাঁসি দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। চাঞ্চল্যকর দুটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গায় পৃথক দুটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের স্বাধীন আলী (৩৭), পৌর শহরের ফার্মপাড়ার আশিকুর রহমান আশিক ওরফে বাদশা (২৭) ও জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের জমির উদ্দীন (৪৮)।
আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে ২০২২ সালের ৯ মে রাতে একদল দুর্বৃত্ত কামাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে বাইরে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কামালের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে আলমডাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক (নিরস্ত্র) ইকরামুল হোসাইন ২০২২ সালের ৩১ জুলাই পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় আসামি স্বাধীন ও আশিকুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত ১৭ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০২২ সালের ১৬ জুন দুপুরে পূর্বপরিকল্পিতভাবে বাবলু রহমানকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ওই দিনই তাঁর স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে জীবননগর থানায় হত্যা মামলা করেন। পুলিশি তদন্ত শেষে ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন জীবননগর থানার উপপরিদর্শক সৈকত পাড়ে। এতে একমাত্র অভিযুক্ত ছিলেন জমির উদ্দিন। ১৪ জনের সাক্ষ্য নেওয়া শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে জমিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মারুফ সারোয়ার বাবু বলেন, একটি মামলায় দুজনকে এবং আরেকটি মামলায় একজনকে ফাঁসি দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। চাঞ্চল্যকর দুটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে