চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ দেওয়া নিয়ে সমালোচনা ও শিক্ষক সমিতির আপত্তির মধ্যেই আবারও ৭ জন শিক্ষক অতিরিক্ত নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫৪৩ তম সিন্ডিকেট সভায় এ নিয়োগ দেওয়া হয়। আজ রোববার তাঁরা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন।
এর আগে গত বুধবার বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ দেওয়ার সুযোগ নেই জানিয়ে উপাচার্যকে চিঠি দেয় চবি শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিন্ডিকেটের ৫৪৩ তম সভায় বিভিন্ন বিভাগে নতুন ২৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে বিজ্ঞাপিত ৫ জনের বিপরীতে ৭ জন, উন্নয়ন অধ্যয়ন বিভাগে বিজ্ঞাপিত ৪ জনের বিপরীতে ৭ জন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে বিজ্ঞাপিত ২ জনের বিপরীতে ৩ জন ও নৃবিজ্ঞান বিভাগে বিজ্ঞাপিত ১ জনের বিপরীতে ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া পরিসংখ্যান বিভাগে বিজ্ঞাপিত ৪ জনের বিপরীতে ৪ শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
এর আগে সিন্ডিকেটের ৫৩৮তম সভায় বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ ‘শুদ্ধাচার পরিপন্থী’ উল্লেখ করে অতিরিক্ত নিয়োগ না দিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। পাশাপাশি ওই সভায় বিজ্ঞাপিত পদের অতিরিক্ত ১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ বাতিল করা হয়। পরবর্তীতে সিন্ডিকেটের ৫৩৯ সভায় পূর্বের সিদ্ধান্তকে কাটছাঁট করে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে চাহিদা বিবেচনা করে বিজ্ঞাপিত পদের চেয়ে কম বা বেশি নিয়োগ দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগের সিন্ডিকেটে বাতিল করা ১৩ জনসহ ১৭ জনকে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়।
সিন্ডিকেটের এ সিদ্ধান্ত নিয়ে নানা সমালোচনা হয়। এ নিয়ে আজকের পত্রিকায় গত বছরের ২৩ অক্টোবর ‘নিজেদের সিদ্ধান্ত নিজেরাই মানল না সিন্ডিকেট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া পদের অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে জানিয়ে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ’। সর্বশেষ গত বুধবার বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ দেওয়ার সুযোগ নেই জানিয়ে উপাচার্যকে আবারও চিঠি দেয় শিক্ষক সমিতি।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বরেণ্যে শিক্ষাবিদ মু. সিকান্দার খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই কাজটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উচিত শিক্ষক সমিতি যেটা বলেছেন, সেটার প্রতি গুরুত্ব দেওয়া।’
তবে বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্যই বিজ্ঞাপিত পদের কম বা বেশি শিক্ষক নেওয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আছে। শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য ভালো মানের প্রার্থী পাওয়া গেলে বিজ্ঞাপিত পদের অতিরিক্ত শিক্ষক নেওয়া হয়। বিজ্ঞাপিত পদের অতিরিক্ত বা কম নেওয়ার বিষয়ে সিলেকশন বোর্ড ও সিন্ডিকেটের এখতিয়ার রয়েছে।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও সহউপাচার্য অধ্যাপক বেনু কুমার দের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ দেওয়া নিয়ে সমালোচনা ও শিক্ষক সমিতির আপত্তির মধ্যেই আবারও ৭ জন শিক্ষক অতিরিক্ত নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫৪৩ তম সিন্ডিকেট সভায় এ নিয়োগ দেওয়া হয়। আজ রোববার তাঁরা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন।
এর আগে গত বুধবার বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ দেওয়ার সুযোগ নেই জানিয়ে উপাচার্যকে চিঠি দেয় চবি শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিন্ডিকেটের ৫৪৩ তম সভায় বিভিন্ন বিভাগে নতুন ২৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে বিজ্ঞাপিত ৫ জনের বিপরীতে ৭ জন, উন্নয়ন অধ্যয়ন বিভাগে বিজ্ঞাপিত ৪ জনের বিপরীতে ৭ জন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে বিজ্ঞাপিত ২ জনের বিপরীতে ৩ জন ও নৃবিজ্ঞান বিভাগে বিজ্ঞাপিত ১ জনের বিপরীতে ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া পরিসংখ্যান বিভাগে বিজ্ঞাপিত ৪ জনের বিপরীতে ৪ শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
এর আগে সিন্ডিকেটের ৫৩৮তম সভায় বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ ‘শুদ্ধাচার পরিপন্থী’ উল্লেখ করে অতিরিক্ত নিয়োগ না দিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। পাশাপাশি ওই সভায় বিজ্ঞাপিত পদের অতিরিক্ত ১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ বাতিল করা হয়। পরবর্তীতে সিন্ডিকেটের ৫৩৯ সভায় পূর্বের সিদ্ধান্তকে কাটছাঁট করে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে চাহিদা বিবেচনা করে বিজ্ঞাপিত পদের চেয়ে কম বা বেশি নিয়োগ দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগের সিন্ডিকেটে বাতিল করা ১৩ জনসহ ১৭ জনকে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়।
সিন্ডিকেটের এ সিদ্ধান্ত নিয়ে নানা সমালোচনা হয়। এ নিয়ে আজকের পত্রিকায় গত বছরের ২৩ অক্টোবর ‘নিজেদের সিদ্ধান্ত নিজেরাই মানল না সিন্ডিকেট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া পদের অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে জানিয়ে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ’। সর্বশেষ গত বুধবার বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ দেওয়ার সুযোগ নেই জানিয়ে উপাচার্যকে আবারও চিঠি দেয় শিক্ষক সমিতি।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বরেণ্যে শিক্ষাবিদ মু. সিকান্দার খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই কাজটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উচিত শিক্ষক সমিতি যেটা বলেছেন, সেটার প্রতি গুরুত্ব দেওয়া।’
তবে বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্যই বিজ্ঞাপিত পদের কম বা বেশি শিক্ষক নেওয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আছে। শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য ভালো মানের প্রার্থী পাওয়া গেলে বিজ্ঞাপিত পদের অতিরিক্ত শিক্ষক নেওয়া হয়। বিজ্ঞাপিত পদের অতিরিক্ত বা কম নেওয়ার বিষয়ে সিলেকশন বোর্ড ও সিন্ডিকেটের এখতিয়ার রয়েছে।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও সহউপাচার্য অধ্যাপক বেনু কুমার দের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে