নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গ্যালারির কোথাও ছিল ভাঙা চেয়ারের ধ্বংসাবশেষ; কোথাও হা করে থাকা লোহার পাত বুঝিয়ে দিচ্ছিল এখানেও একসময় বসার আসন ছিল। গত মাসে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্টের সময়ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির দশা ঠিক এমনই ছিল। বিশেষ করে মাঠের পশ্চিমের গ্যালারি এতটাই ধ্বংসস্তূপ ছিল যে বহুদিন পর মাঠে ফেরা দর্শকদের সেদিকে বসানোর সাহসই করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক স্টেডিয়ামের এমন চিত্র নিয়ে সমালোচনার পর অবশেষে সেই ভাঙা চেয়ার সরিয়ে নতুন চেয়ার বসানো হচ্ছে।
আজ রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ ২০২১-২২ আসর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল। একদিকে বাইশ গজে যখন চলছে ব্যাট-বলের লড়াই, অন্যদিকে গ্যালারিতে চলছে সংস্কারকাজ। সব মিলে গ্যালারি যেন সেজে উঠছে নতুন রূপে।
সর্বশেষ ২০১১ বিশ্বকাপ ঘিরে এই স্টেডিয়ামের আধুনিকায়ন করা হয়েছিল। তখন গ্যালারির এক পাশ দোতলা করে পুরো স্টেডিয়ামে প্লাস্টিকের ১৮ হাজার ফাইবার চেয়ার বসায় জাতীয় ক্রীড়া পরিষদ। ১০ বছরের মাথায় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অনেক আগেই রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে চীন থেকে আমদানি করা এসব চেয়ারের মধ্যে সাড়ে ১২ হাজারই ফেটে যায়।
এত দিন নতুন চেয়ারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের দিকে তাকিয়ে ছিল বিসিবি। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় গ্যালারি সংস্কারের দায়িত্বটা নিজেদের কাঁধেই তুলে নিয়েছে ক্রিকেট বোর্ড। এ জন্য বেশ কিছুদিন আগে দেশীয় প্রতিষ্ঠান আরএফএলকে চেয়ার বসানোর কার্যাদেশ দেয়। সেই প্রতিষ্ঠানটির উদ্যোগেই নতুন চেয়ার বসানো হচ্ছে।
সবগুলো ভাঙা চেয়ার সরিয়ে নতুন চেয়ার বসানো হচ্ছে বলে জানিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাড়ে ১২ হাজার চেয়ার বসানোর কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে সব চেয়ার স্থাপনের কাজ শেষ হবে। আশা করছি, বিপিএলের আগেই নতুন চেয়ারে বসে খেলা উপভোগ করতে পারবে দর্শকেরা।’
স্টেডিয়ামের একটি সূত্র জানিয়েছে, এর আগে চীন থেকে আনা চেয়ারগুলোর প্রতিটির খরচ পড়েছিল প্রায় সাড়ে তিন হাজার টাকা। তবে বিসিবিকে আরএফএল যেসব চেয়ার দিচ্ছে তা স্থাপনসহ প্রতিটির খরচ পড়ছে ১ হাজার ৩০০ টাকা। খরচ কম পড়ার পাশাপাশি দেশীয় এই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার পেছনে আরও একটা উদ্দেশ্য আছে বিসিবির। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন চেয়েছিলেন, দেশীয় প্রতিষ্ঠানকে কাজটা দিলে পরে কোনো কারণে চেয়ার নষ্ট হলে তাদের দিয়েই দ্রুত সংস্কার করা যাবে।
গ্যালারির কোথাও ছিল ভাঙা চেয়ারের ধ্বংসাবশেষ; কোথাও হা করে থাকা লোহার পাত বুঝিয়ে দিচ্ছিল এখানেও একসময় বসার আসন ছিল। গত মাসে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্টের সময়ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির দশা ঠিক এমনই ছিল। বিশেষ করে মাঠের পশ্চিমের গ্যালারি এতটাই ধ্বংসস্তূপ ছিল যে বহুদিন পর মাঠে ফেরা দর্শকদের সেদিকে বসানোর সাহসই করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক স্টেডিয়ামের এমন চিত্র নিয়ে সমালোচনার পর অবশেষে সেই ভাঙা চেয়ার সরিয়ে নতুন চেয়ার বসানো হচ্ছে।
আজ রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ ২০২১-২২ আসর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল। একদিকে বাইশ গজে যখন চলছে ব্যাট-বলের লড়াই, অন্যদিকে গ্যালারিতে চলছে সংস্কারকাজ। সব মিলে গ্যালারি যেন সেজে উঠছে নতুন রূপে।
সর্বশেষ ২০১১ বিশ্বকাপ ঘিরে এই স্টেডিয়ামের আধুনিকায়ন করা হয়েছিল। তখন গ্যালারির এক পাশ দোতলা করে পুরো স্টেডিয়ামে প্লাস্টিকের ১৮ হাজার ফাইবার চেয়ার বসায় জাতীয় ক্রীড়া পরিষদ। ১০ বছরের মাথায় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অনেক আগেই রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে চীন থেকে আমদানি করা এসব চেয়ারের মধ্যে সাড়ে ১২ হাজারই ফেটে যায়।
এত দিন নতুন চেয়ারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের দিকে তাকিয়ে ছিল বিসিবি। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় গ্যালারি সংস্কারের দায়িত্বটা নিজেদের কাঁধেই তুলে নিয়েছে ক্রিকেট বোর্ড। এ জন্য বেশ কিছুদিন আগে দেশীয় প্রতিষ্ঠান আরএফএলকে চেয়ার বসানোর কার্যাদেশ দেয়। সেই প্রতিষ্ঠানটির উদ্যোগেই নতুন চেয়ার বসানো হচ্ছে।
সবগুলো ভাঙা চেয়ার সরিয়ে নতুন চেয়ার বসানো হচ্ছে বলে জানিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাড়ে ১২ হাজার চেয়ার বসানোর কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে সব চেয়ার স্থাপনের কাজ শেষ হবে। আশা করছি, বিপিএলের আগেই নতুন চেয়ারে বসে খেলা উপভোগ করতে পারবে দর্শকেরা।’
স্টেডিয়ামের একটি সূত্র জানিয়েছে, এর আগে চীন থেকে আনা চেয়ারগুলোর প্রতিটির খরচ পড়েছিল প্রায় সাড়ে তিন হাজার টাকা। তবে বিসিবিকে আরএফএল যেসব চেয়ার দিচ্ছে তা স্থাপনসহ প্রতিটির খরচ পড়ছে ১ হাজার ৩০০ টাকা। খরচ কম পড়ার পাশাপাশি দেশীয় এই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার পেছনে আরও একটা উদ্দেশ্য আছে বিসিবির। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন চেয়েছিলেন, দেশীয় প্রতিষ্ঠানকে কাজটা দিলে পরে কোনো কারণে চেয়ার নষ্ট হলে তাদের দিয়েই দ্রুত সংস্কার করা যাবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে