আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক বিচারককে মারধরের ঘটনায় দুজনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এতে গ্রেপ্তারকৃত বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজার (৪৫) পাঁচ দিন ও গাড়ি চালক আবদুর রহিমের (৩৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ ছাড়া আদালত দুই নারী আসামির রিমান্ড নামঞ্জুর করেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার রাতে বিচারককে মারধরের ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন সিএমএম আদালতের নাজির আবুল কালাম আজাদ। মামলায় শিশির মাহমুদ নামে মর্তুজার এক বন্ধুকেও আসামি করা হয়।
মামলার বাদী ও চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নাজির আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ গ্রেপ্তারকৃত চার আসামির সাত দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত এক আসামির পাঁচ দিন ও আরেক আসামির তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই আসামি মর্তুজার বোন মাসুকা সুলতানা (৩৫) ও জিবান সুলতানার (২৮) রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
মামলায় বলা হয়, গতকাল সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ তাঁর স্ত্রীসহ চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি কফিশপ থেকে বের হন। সেখান থেকে পায়ে হেঁটে তাঁরা গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি বিচারককে ধাক্কা দেয়। এ ঘটনায় বিচারক প্রতিবাদ করেন। এ সময় আসামিরা গাড়ি থেকে নেমে বিচারককে মারধর করেন। আসামিরা বিচারকের পরিচয় পেয়েও ক্ষান্ত হননি। তাঁরা অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। নারী আসামিরা বিচারকের স্ত্রীর গলা টিপে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে বিচারক ও তাঁর স্ত্রীকে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আসামিরা। পথচারী দুই আইনজীবী বিচারককে চিনতে পেয়ে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন। অন্যান্য পথচারীরা তাঁদের উদ্ধার করেন। মারধরে বিচারকের একটি দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া তিনি হাতে ও বুকে আঘাত পান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতে চিকিৎসা নেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি জানান, রানা মর্তুজা বেলজিয়াম প্রবাসী। আসামি গ্রামের বাড়ি নোয়াখালী থেকে চট্টগ্রামের বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।
এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন বিচারকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সমিতি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
চট্টগ্রামে এক বিচারককে মারধরের ঘটনায় দুজনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এতে গ্রেপ্তারকৃত বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজার (৪৫) পাঁচ দিন ও গাড়ি চালক আবদুর রহিমের (৩৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ ছাড়া আদালত দুই নারী আসামির রিমান্ড নামঞ্জুর করেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার রাতে বিচারককে মারধরের ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন সিএমএম আদালতের নাজির আবুল কালাম আজাদ। মামলায় শিশির মাহমুদ নামে মর্তুজার এক বন্ধুকেও আসামি করা হয়।
মামলার বাদী ও চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নাজির আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ গ্রেপ্তারকৃত চার আসামির সাত দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত এক আসামির পাঁচ দিন ও আরেক আসামির তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই আসামি মর্তুজার বোন মাসুকা সুলতানা (৩৫) ও জিবান সুলতানার (২৮) রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
মামলায় বলা হয়, গতকাল সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ তাঁর স্ত্রীসহ চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি কফিশপ থেকে বের হন। সেখান থেকে পায়ে হেঁটে তাঁরা গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি বিচারককে ধাক্কা দেয়। এ ঘটনায় বিচারক প্রতিবাদ করেন। এ সময় আসামিরা গাড়ি থেকে নেমে বিচারককে মারধর করেন। আসামিরা বিচারকের পরিচয় পেয়েও ক্ষান্ত হননি। তাঁরা অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। নারী আসামিরা বিচারকের স্ত্রীর গলা টিপে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে বিচারক ও তাঁর স্ত্রীকে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আসামিরা। পথচারী দুই আইনজীবী বিচারককে চিনতে পেয়ে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন। অন্যান্য পথচারীরা তাঁদের উদ্ধার করেন। মারধরে বিচারকের একটি দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া তিনি হাতে ও বুকে আঘাত পান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতে চিকিৎসা নেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি জানান, রানা মর্তুজা বেলজিয়াম প্রবাসী। আসামি গ্রামের বাড়ি নোয়াখালী থেকে চট্টগ্রামের বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।
এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন বিচারকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সমিতি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫