রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে শপথগ্রহণের পর ইউনিয়ন পরিষদের চার চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কোতোয়ালি থানার পুলিশ। গতকাল মঙ্গলবার শপথগ্রহণের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হলে বেলা ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার চেয়ারম্যানরা হলেন—নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা এবং রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন চাকমা।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গ্রেপ্তারকৃতদের নামে হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
চেয়ারম্যানদের গ্রেপ্তারের পরপরই রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে নানিয়াচর থেকে মামলার ফাইল আনা হয়। সন্ধ্যা ৭টায় চেয়ারম্যানদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালতে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী রাজীব চাকমা ও সুস্মিতা চাকমা জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
গ্রেপ্তারের খবর পেয়ে চেয়ারম্যানের স্বজনেরা আদালতে আসেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, নির্বাচনে তাঁদের বিরুদ্ধে প্রশাসনের কোনো অভিযোগ ছিল না। সুপম চাকমার ছেলে গৌরব চাকমা বলেন, নির্বাচনের সময় বাবা সবখানে গিয়েছিল। আর্মি, পুলিশ প্রশাসন—সবখানে গিয়েছিল। তখন কোনো অভিযোগ ছিল না। চাইলে তখন বাবাকে গ্রেপ্তার করা যেত। কারণ যে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে, এগুলো অনেক পুরোনো মামলা। সবগুলো মিথ্যা মামলা দাবি করে বাবার মুক্তি চান গৌরব।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনেই তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন শক্তিমানের দাহক্রিয়া অনুষ্ঠানে আসার পথে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাকে চার সহযোগীসহ হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে আসছে জনসংহতি সমিতি (এম এন লারমা) ও ইউপিডিএফ গণতান্ত্রিক। এই মামলাগুলোতে মূল জেএসএস, মূল ইউপিডিএফ নেতাদের ছাড়াও পার্বত্য চট্টগ্রামের একাধিক জনপ্রতিনিধিকে আসামি করা হয়।
রাঙামাটিতে শপথগ্রহণের পর ইউনিয়ন পরিষদের চার চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কোতোয়ালি থানার পুলিশ। গতকাল মঙ্গলবার শপথগ্রহণের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হলে বেলা ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার চেয়ারম্যানরা হলেন—নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা এবং রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন চাকমা।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গ্রেপ্তারকৃতদের নামে হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
চেয়ারম্যানদের গ্রেপ্তারের পরপরই রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে নানিয়াচর থেকে মামলার ফাইল আনা হয়। সন্ধ্যা ৭টায় চেয়ারম্যানদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালতে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী রাজীব চাকমা ও সুস্মিতা চাকমা জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
গ্রেপ্তারের খবর পেয়ে চেয়ারম্যানের স্বজনেরা আদালতে আসেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, নির্বাচনে তাঁদের বিরুদ্ধে প্রশাসনের কোনো অভিযোগ ছিল না। সুপম চাকমার ছেলে গৌরব চাকমা বলেন, নির্বাচনের সময় বাবা সবখানে গিয়েছিল। আর্মি, পুলিশ প্রশাসন—সবখানে গিয়েছিল। তখন কোনো অভিযোগ ছিল না। চাইলে তখন বাবাকে গ্রেপ্তার করা যেত। কারণ যে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে, এগুলো অনেক পুরোনো মামলা। সবগুলো মিথ্যা মামলা দাবি করে বাবার মুক্তি চান গৌরব।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনেই তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন শক্তিমানের দাহক্রিয়া অনুষ্ঠানে আসার পথে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাকে চার সহযোগীসহ হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে আসছে জনসংহতি সমিতি (এম এন লারমা) ও ইউপিডিএফ গণতান্ত্রিক। এই মামলাগুলোতে মূল জেএসএস, মূল ইউপিডিএফ নেতাদের ছাড়াও পার্বত্য চট্টগ্রামের একাধিক জনপ্রতিনিধিকে আসামি করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫