নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডে ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় ১ হাজার ৮০০ জন এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হন ৮০ জন। এই ৮০ জনকে নিয়ে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড। এখন প্রতিযোগীরা সবাই অপেক্ষায় আছেন—এবার কার মাথায় উঠছে বিজয়ের মুকুট। আগামীকাল সকাল ১০টায় নগরের ফয়েস লেক সি ওয়ার্ল্ড কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
মেডিকেলভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাবের একাডেমিক প্ল্যাটফর্ম ‘হেলথ স্কুল’ ও চট্টগ্রামের অন্যতম স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াড-২০২৫’। প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজে গত ৬ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলে বাছাইপর্ব। নির্বাচিত ৮০ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব আগামীকাল সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। মূল বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব সাকলায়েন রাসেল ও আব্দুন নূর তুষার।
অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা অধ্যাপক সুলতানা রুমা আলম বলেন, ‘নিঃসন্দেহে অ্যানাটমি অলিম্পিয়াড মেডিকেল শিক্ষায় ব্যতিক্রমী একটি আয়োজন। আমি সব অংশগ্রহণকারীর প্রতি অভিনন্দন জানাই। একই সঙ্গে এমন আয়োজন আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এমনটিই আশা করছি।’
হেলথ স্কুলের প্রতিষ্ঠাতা হামিদ হোছাইন আজাদ বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের মেধা-মনন, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলি বাড়াতে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা একাডেমিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ পেশাজীবন দক্ষ হিসেবে গড়ে তুলতে আমাদের এই আয়োজন।’
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডে ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় ১ হাজার ৮০০ জন এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হন ৮০ জন। এই ৮০ জনকে নিয়ে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড। এখন প্রতিযোগীরা সবাই অপেক্ষায় আছেন—এবার কার মাথায় উঠছে বিজয়ের মুকুট। আগামীকাল সকাল ১০টায় নগরের ফয়েস লেক সি ওয়ার্ল্ড কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
মেডিকেলভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাবের একাডেমিক প্ল্যাটফর্ম ‘হেলথ স্কুল’ ও চট্টগ্রামের অন্যতম স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াড-২০২৫’। প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজে গত ৬ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলে বাছাইপর্ব। নির্বাচিত ৮০ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব আগামীকাল সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। মূল বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব সাকলায়েন রাসেল ও আব্দুন নূর তুষার।
অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা অধ্যাপক সুলতানা রুমা আলম বলেন, ‘নিঃসন্দেহে অ্যানাটমি অলিম্পিয়াড মেডিকেল শিক্ষায় ব্যতিক্রমী একটি আয়োজন। আমি সব অংশগ্রহণকারীর প্রতি অভিনন্দন জানাই। একই সঙ্গে এমন আয়োজন আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এমনটিই আশা করছি।’
হেলথ স্কুলের প্রতিষ্ঠাতা হামিদ হোছাইন আজাদ বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের মেধা-মনন, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলি বাড়াতে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা একাডেমিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ পেশাজীবন দক্ষ হিসেবে গড়ে তুলতে আমাদের এই আয়োজন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫