নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা শহরে বর্তমানে ‘১১ টি’ পুকুর আছে। প্রতিবছরই ভরাট হচ্ছে বিভিন্ন পুকুর। শহরের মাঝ দিয়ে প্রবাহিত মগড়া নদ ভরাট আর দখল-দূষণে মৃত প্রায়। পুকুর ভরাট বন্ধ ও মগড়া নদ রক্ষাসহ সব জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আজ বৃহস্পতিবার বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে নেত্রকোনা পৌরভবনের সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর প্রতিপাদ্য ছিল ‘মানুষের কল্যাণে জলাভূমি’। বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের পুকুর ও মগড়া নদী সুরক্ষার দাবিতে জেলা প্রশাসক শাহেদ পারভেজের কাছে স্মারকলিপি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও জেলা শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মো. নাজমুল কবির সরকারের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, ব্যবসায়ী সোহরাব উদ্দিন আকন্দ, বারসিকের জেলা সমন্বয়কারী অহিদুর রহমান, যুবক অন্তরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা শহরে একসময় ৫৩টি পুকুর ছিল। বর্তমানে ১১টি পুকুর জীবিত আছে। প্রতি বছরই ভরাট হচ্ছে পুকুর। একটি শহরকে শীতল রাখার জন্য জলাধার ও পুকুরের প্রয়োজন রয়েছে। একটি পুকুর বছরে লাখ লাখ টাকার বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দিতে পারে। শহরে আগুন লাগলে আমরা পুকুর থেকেই পানি সংগ্রহ করি এবং মানুষ গোসল করে, কাপড় কাচে, পানি সংগ্রহ ও সাঁতার কাটে। পুকুরের স্বল্পতায় মানুষ ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে দিন দিন পানির স্তর আরও নিচে নেমে যাচ্ছে। পাশাপাশি শহরের মাঝদিয়ে প্রবাহিত হয়েছে মগড়া নদ। নদীটি ভরাট, দখল দূষণের ফলে বর্তমানে মৃত বলা চলে। এই নদ রক্ষায় প্রশাসনের কাছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।
নেত্রকোনা শহরে বর্তমানে ‘১১ টি’ পুকুর আছে। প্রতিবছরই ভরাট হচ্ছে বিভিন্ন পুকুর। শহরের মাঝ দিয়ে প্রবাহিত মগড়া নদ ভরাট আর দখল-দূষণে মৃত প্রায়। পুকুর ভরাট বন্ধ ও মগড়া নদ রক্ষাসহ সব জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আজ বৃহস্পতিবার বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে নেত্রকোনা পৌরভবনের সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর প্রতিপাদ্য ছিল ‘মানুষের কল্যাণে জলাভূমি’। বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের পুকুর ও মগড়া নদী সুরক্ষার দাবিতে জেলা প্রশাসক শাহেদ পারভেজের কাছে স্মারকলিপি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও জেলা শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মো. নাজমুল কবির সরকারের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, ব্যবসায়ী সোহরাব উদ্দিন আকন্দ, বারসিকের জেলা সমন্বয়কারী অহিদুর রহমান, যুবক অন্তরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা শহরে একসময় ৫৩টি পুকুর ছিল। বর্তমানে ১১টি পুকুর জীবিত আছে। প্রতি বছরই ভরাট হচ্ছে পুকুর। একটি শহরকে শীতল রাখার জন্য জলাধার ও পুকুরের প্রয়োজন রয়েছে। একটি পুকুর বছরে লাখ লাখ টাকার বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দিতে পারে। শহরে আগুন লাগলে আমরা পুকুর থেকেই পানি সংগ্রহ করি এবং মানুষ গোসল করে, কাপড় কাচে, পানি সংগ্রহ ও সাঁতার কাটে। পুকুরের স্বল্পতায় মানুষ ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে দিন দিন পানির স্তর আরও নিচে নেমে যাচ্ছে। পাশাপাশি শহরের মাঝদিয়ে প্রবাহিত হয়েছে মগড়া নদ। নদীটি ভরাট, দখল দূষণের ফলে বর্তমানে মৃত বলা চলে। এই নদ রক্ষায় প্রশাসনের কাছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫