নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন একটি সভা থেকে ব্যাংক কর্মকর্তাদের বের করে দেওয়ার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভায় ব্যাংক ম্যানেজারদের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা ব্যাংক কর্মকর্তাদের পাঠালে ক্ষুব্ধ হন ইউএনও।
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তারা জানান, প্রতি মাসে কৃষি ঋণের সার্টিফিকেট মামলাসংক্রান্ত মিটিং উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এবং মিরসরাই লিড ব্যাংক কৃষি ব্যাংক ম্যানেজারের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় জানুয়ারি মাসের মিটিং সোমবার বেলা ৩টায় নির্ধারিত ছিল। তবে ইউএনও মাহফুজা জেরিন মিটিংয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে আসেন।
বিষয়টি নিয়ে অভিযোগ ওঠে, ইউএনও দেরিতে মিটিং কক্ষে প্রবেশ করেই ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। তিনি ব্যাংক ম্যানেজাররা কেন আসেননি, তা জানতে চান এবং ব্যাংক কর্মকর্তাদের নাশতা করতে নিষেধ করে সবাইকে মিটিং কক্ষ থেকে বের করে দেন। তাতে উপস্থিত ব্যাংক কর্মকর্তারা হতভম্ব হয়ে যান এবং নাশতা রেখে তাঁরা স্থান ত্যাগ করতে বাধ্য হন।
এ বিষয়ে ইউএনও মাহফুজা জেরিন আজকের পত্রিকাকে বলেন, তিনি যে কর্মকর্তাদের বের করে দিয়েছেন, তাঁরা উপযুক্ত প্রতিনিধি ছিলেন না। তিনি আরও বলেন, ম্যানেজারদের উপস্থিতি নিশ্চিত করার জন্যই সভাটি বিকেলে নির্ধারণ করা হয়েছিল। তবে সভায় আসতে দেরি করার কথা অস্বীকার করে তিনি দাবি করেন, সাড়ে ৩টায় সভায় এসে ৪টা ৪০ মিনিট পর্যন্ত সভা পরিচালনা করেছিলেন তিনি।
লিড ব্যাংক কৃষি ব্যাংক মিরসরাই শাখার ম্যানেজার মো. সুমন বলেন, তিনি ছুটিতে থাকলেও অন্যান্য ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি তাঁকে জানিয়েছেন। আজ বুধবার জনতা ব্যাংকের ম্যানেজারসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা বলবেন তিনি।
এ ঘটনায় মিরসরাইয়ের ব্যাংকপাড়ায় অসন্তোষ সৃষ্টি হয়েছে। ইউএনও মাহফুজা জেরিনের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ২৭টি ব্যাংকের কর্মকর্তারা। জনতা ব্যাংক মিরসরাই শাখার ম্যানেজার শফিকুর রেজা আহাম্মেদ বলেন, ‘মিটিংয়ে ইউএনও ম্যাডামের আসতে দেরি হওয়ায় আমাদের নাশতা সরবরাহ করা হয়েছিল। কিন্তু তিনি ভেতরে ঢুকেই চেঁচামেচি শুরু করেন। আমরা সবাই হতভম্ব হয়ে নাশতা রেখেই বের হয়ে যাই।’
প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা শরিফ উদ্দিন বলেন, ‘ইউএনও ম্যাডাম এসে বললেন, ‘আপনারা কেন এসেছেন? যান, বের হয়ে যান, নাশতা করতে হবে না।’ তাতে আমরা অপমানিত হয়ে নাশতা রেখেই চলে যাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা বলেন, ‘একজন ইউএনওর এত তুচ্ছতাচ্ছিল্য আচরণ এর আগে দেখিনি। মিটিংয়ে উপস্থিত সবাই শিক্ষিত মানুষ, সবাই ব্যাংক কর্মকর্তা। তিনি শালীনতার সঙ্গে বিষয়টি বলতে পারতেন। কিন্তু তিনি সেটি না করে তাচ্ছিল্য করে সবাইকে বের করে দিয়েছেন।’
এ ঘটনায় নানা সময় সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে ইউএনও মাহফুজা জেরিনের বদমেজাজি আচরণের অভিযোগ উঠেছে। তবে কেউ প্রতিবাদ করার সাহস পাননি বলে অভিযোগ করেছেন উপস্থিত কর্মকর্তারা।
চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন একটি সভা থেকে ব্যাংক কর্মকর্তাদের বের করে দেওয়ার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভায় ব্যাংক ম্যানেজারদের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা ব্যাংক কর্মকর্তাদের পাঠালে ক্ষুব্ধ হন ইউএনও।
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তারা জানান, প্রতি মাসে কৃষি ঋণের সার্টিফিকেট মামলাসংক্রান্ত মিটিং উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এবং মিরসরাই লিড ব্যাংক কৃষি ব্যাংক ম্যানেজারের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় জানুয়ারি মাসের মিটিং সোমবার বেলা ৩টায় নির্ধারিত ছিল। তবে ইউএনও মাহফুজা জেরিন মিটিংয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে আসেন।
বিষয়টি নিয়ে অভিযোগ ওঠে, ইউএনও দেরিতে মিটিং কক্ষে প্রবেশ করেই ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। তিনি ব্যাংক ম্যানেজাররা কেন আসেননি, তা জানতে চান এবং ব্যাংক কর্মকর্তাদের নাশতা করতে নিষেধ করে সবাইকে মিটিং কক্ষ থেকে বের করে দেন। তাতে উপস্থিত ব্যাংক কর্মকর্তারা হতভম্ব হয়ে যান এবং নাশতা রেখে তাঁরা স্থান ত্যাগ করতে বাধ্য হন।
এ বিষয়ে ইউএনও মাহফুজা জেরিন আজকের পত্রিকাকে বলেন, তিনি যে কর্মকর্তাদের বের করে দিয়েছেন, তাঁরা উপযুক্ত প্রতিনিধি ছিলেন না। তিনি আরও বলেন, ম্যানেজারদের উপস্থিতি নিশ্চিত করার জন্যই সভাটি বিকেলে নির্ধারণ করা হয়েছিল। তবে সভায় আসতে দেরি করার কথা অস্বীকার করে তিনি দাবি করেন, সাড়ে ৩টায় সভায় এসে ৪টা ৪০ মিনিট পর্যন্ত সভা পরিচালনা করেছিলেন তিনি।
লিড ব্যাংক কৃষি ব্যাংক মিরসরাই শাখার ম্যানেজার মো. সুমন বলেন, তিনি ছুটিতে থাকলেও অন্যান্য ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি তাঁকে জানিয়েছেন। আজ বুধবার জনতা ব্যাংকের ম্যানেজারসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা বলবেন তিনি।
এ ঘটনায় মিরসরাইয়ের ব্যাংকপাড়ায় অসন্তোষ সৃষ্টি হয়েছে। ইউএনও মাহফুজা জেরিনের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ২৭টি ব্যাংকের কর্মকর্তারা। জনতা ব্যাংক মিরসরাই শাখার ম্যানেজার শফিকুর রেজা আহাম্মেদ বলেন, ‘মিটিংয়ে ইউএনও ম্যাডামের আসতে দেরি হওয়ায় আমাদের নাশতা সরবরাহ করা হয়েছিল। কিন্তু তিনি ভেতরে ঢুকেই চেঁচামেচি শুরু করেন। আমরা সবাই হতভম্ব হয়ে নাশতা রেখেই বের হয়ে যাই।’
প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা শরিফ উদ্দিন বলেন, ‘ইউএনও ম্যাডাম এসে বললেন, ‘আপনারা কেন এসেছেন? যান, বের হয়ে যান, নাশতা করতে হবে না।’ তাতে আমরা অপমানিত হয়ে নাশতা রেখেই চলে যাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা বলেন, ‘একজন ইউএনওর এত তুচ্ছতাচ্ছিল্য আচরণ এর আগে দেখিনি। মিটিংয়ে উপস্থিত সবাই শিক্ষিত মানুষ, সবাই ব্যাংক কর্মকর্তা। তিনি শালীনতার সঙ্গে বিষয়টি বলতে পারতেন। কিন্তু তিনি সেটি না করে তাচ্ছিল্য করে সবাইকে বের করে দিয়েছেন।’
এ ঘটনায় নানা সময় সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে ইউএনও মাহফুজা জেরিনের বদমেজাজি আচরণের অভিযোগ উঠেছে। তবে কেউ প্রতিবাদ করার সাহস পাননি বলে অভিযোগ করেছেন উপস্থিত কর্মকর্তারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে