Ajker Patrika

চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১২: ২২
চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনে রেকর্ড শনাক্ত। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ শতাংশের কম। গতকাল ছিল ৩৭ শতাংশের বেশি। এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সর্বোচ্চ ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৭১৩ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ৪৭৭ জন এবং বিভিন্ন উপজেলার ২৩৬ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৫৮ জন ও সীতাকুণ্ডে ৩৩ জন।  

আগের দিন বুধবার ৬১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় মারা যান চারজন। মঙ্গলবার এই জেলায় ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬২ জনের করোনা পজিটিভ আসে। আর মৃত্যু হয় ৯ জনের।  

চট্টগ্রামে এখন পর্যন্ত ৬২ হাজার ৯১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৮ হাজার ৭৭২ এবং অন্যান্য উপজেলার ১৪ হাজার ১৪১ জন।  

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৪৪ জন। এর মধ্যে নগরের ৪৮৬ এবং বিভিন্ন উপজেলার ২৫৩ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত