Ajker Patrika

চট্টগ্রাম নগরে সাংবাদিক বদরুলের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৯: ৩০
চট্টগ্রাম নগরে সাংবাদিক বদরুলের দাফন সম্পন্ন

দৈনিক আজকের পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার (১১ ডিসেম্বর) জোহর নামাজের পর চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকার সিডিএ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে বান্দরবান সদর হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এর আগে অসুস্থতা বোধ করলে তাঁকে বান্দরবানের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান চিকিৎসকেরা। বদরুল ইসলাম মাসুদের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাসুদ চার ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয়। দীর্ঘদিন তিনি পরিবারসহ পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে বসবাস করে আসছিলেন। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে তিনি দৈনিক যুগরবিতে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক মৈত্রী, দৈনিক সংবাদে কাজ করেছেন। ছিলেন দৈনিক ভোরের কাগজেও। প্রথম আলোর কন্ট্রিবিউটর হিসেবে যোগদান করেন। দৈনিক সমকালে কাজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোরের বান্দরবান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক সাঙ্গু ও দৈনিক প্রিয় চট্টগ্রামের যুগ্ম সম্পাদক।

সর্বশেষ তিনি দৈনিক আজকের পত্রিকায় বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি বদরুল ইসলাম মাসুদ অসংখ্য কবিতা ও গদ্য লিখেছেন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নিয়ে তাঁর লেখা ‘পাহাড়ের জীবনচিত্র’ নামক একটি গবেষণাধর্মী বই রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত