চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার বিভিন্ন বিভাগে গণসংযোগ চালিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। অন্যদিকে গত তিন দিন শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচির পাশে প্রশাসনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রায় গণতন্ত্রের বিজয়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও আজ বুধবার এমন কোনো আয়োজন ছিল না।
আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগে এই গণসংযোগ চালানো হয়। আগামী বৃহস্পতি ও রোববারও কর্মসূচি চলবে। পরে আগামী সোম ও মঙ্গলবার দুই দিন বঙ্গবন্ধু চত্বরে ‘কেমন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক সংবাদ প্রদর্শনী করবে সংগঠনটি।
শিক্ষক সমিতির দাবি, প্রশাসন শিক্ষক সমিতির আন্দোলনে বিঘ্ন ঘটাতে এই পাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রশাসনিক ভবনের সামনে আজ শিক্ষক সমিতির কর্মসূচি না থাকায় তাঁরাও আসেননি।
যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষক সমিতির আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পর্ক নেই।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগে গণসংযোগ করেছি। আমরা শিক্ষকদের ব্যাপক সাড়া পেয়েছি। শিক্ষকেরা আমাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আমাদের পাশে থাকবেন বলেছেন।’
অধ্যাপক আবদুল হক আরও বলেন, ‘প্রশাসন এত দিন আমাদের আন্দোলনে বিঘ্ন ঘটাতে আমাদের কর্মসূচির পাশেই এই পাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। আমরা আজ সেখানে (প্রশাসনিক ভবনের সামনে) কর্মসূচি দিই নাই বলে তাঁরাও অনুষ্ঠান করেনি। মঞ্চও খুলে ফেলেছে। তাঁরা চেয়েছে আমাদের উসকিয়ে আমরা যেন বাড়াবাড়ি করি। আর এটাকে পুঁজি করে তারা ফায়দা হাসিল করবে। আমরা তাদের ফাঁদে পা দিই নাই।’
তবে শিক্ষক সমিতির এই দাবিকে অস্বীকার করে সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষক সমিতির একাংশের আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। আজ ছাত্রী হলের পিঠা উৎসব থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর হবে কিনা তিনি তা জানাতে পারেননি।’
আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবি নিয়ে গত ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের কাছে গেলে একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। পরে নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। সেই কর্মসূচি পরে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে পরিণত হয়। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করে শিক্ষক সমিতি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার বিভিন্ন বিভাগে গণসংযোগ চালিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। অন্যদিকে গত তিন দিন শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচির পাশে প্রশাসনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রায় গণতন্ত্রের বিজয়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও আজ বুধবার এমন কোনো আয়োজন ছিল না।
আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগে এই গণসংযোগ চালানো হয়। আগামী বৃহস্পতি ও রোববারও কর্মসূচি চলবে। পরে আগামী সোম ও মঙ্গলবার দুই দিন বঙ্গবন্ধু চত্বরে ‘কেমন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক সংবাদ প্রদর্শনী করবে সংগঠনটি।
শিক্ষক সমিতির দাবি, প্রশাসন শিক্ষক সমিতির আন্দোলনে বিঘ্ন ঘটাতে এই পাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রশাসনিক ভবনের সামনে আজ শিক্ষক সমিতির কর্মসূচি না থাকায় তাঁরাও আসেননি।
যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষক সমিতির আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পর্ক নেই।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগে গণসংযোগ করেছি। আমরা শিক্ষকদের ব্যাপক সাড়া পেয়েছি। শিক্ষকেরা আমাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আমাদের পাশে থাকবেন বলেছেন।’
অধ্যাপক আবদুল হক আরও বলেন, ‘প্রশাসন এত দিন আমাদের আন্দোলনে বিঘ্ন ঘটাতে আমাদের কর্মসূচির পাশেই এই পাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। আমরা আজ সেখানে (প্রশাসনিক ভবনের সামনে) কর্মসূচি দিই নাই বলে তাঁরাও অনুষ্ঠান করেনি। মঞ্চও খুলে ফেলেছে। তাঁরা চেয়েছে আমাদের উসকিয়ে আমরা যেন বাড়াবাড়ি করি। আর এটাকে পুঁজি করে তারা ফায়দা হাসিল করবে। আমরা তাদের ফাঁদে পা দিই নাই।’
তবে শিক্ষক সমিতির এই দাবিকে অস্বীকার করে সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষক সমিতির একাংশের আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। আজ ছাত্রী হলের পিঠা উৎসব থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর হবে কিনা তিনি তা জানাতে পারেননি।’
আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবি নিয়ে গত ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের কাছে গেলে একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। পরে নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। সেই কর্মসূচি পরে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে পরিণত হয়। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করে শিক্ষক সমিতি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে