প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)
২০২০ সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২০১৭ সালে রাঙামাটির কাপ্তাইয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা কর্ণফুলী নদীর তীরে দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে চালু হয় দেশের প্রথম নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রটি। বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুৎকেন্দ্রটি থেকে সৌর শক্তির মাধ্যমে ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এটা কাপ্তাই বাঁধের পাশে নির্মাণ করা হয়েছে। কাপ্তাইয়ের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি। অন্যদিকে এটা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
এদিকে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, এটা আমার এবং আমার ইউনিয়নবাসীর জন্য গর্বের বিষয় যে, এটি আমার ইউনিয়নে অবস্থিত। তিনি জানান, দেশের প্রথম পানি বিদ্যুৎকেন্দ্রের পর কাপ্তাইয়ে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পও চালু হলো।
সৌর বিদ্যুৎ প্রকল্প সূত্রে জানা গেছে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বাস্তবায়নে পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কাপ্তাই বাঁধের পাশেই এই সৌরবিদ্যুৎ প্রকল্পটি চালু করা হয়। ‘সোলার ফটোভোল্টাইক গ্রিড কানেকটেড পাওয়ার জেনারেশন প্ল্যান্ট অ্যাট কাপ্তাই’ নামের এই প্রকল্পটির দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ১১১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি নির্মাণ করেছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান জেটটিই করপোরেশন। পুরো প্রকল্পে ৩১০ ওয়াট সম্পন্ন ২৪ হাজার ১২টি সোলার প্যানেল রয়েছে। রয়েছে ৩০ হাজার ওয়াট সম্পন্ন ২৪০টি ইনভার্টার। এর মধ্য দিয়ে সৌর শক্তি উৎপাদিত হচ্ছে ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ, যা সরাসরি যোগ হচ্ছে জাতীয় গ্রিডে।
কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রথম অন গ্রিড সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। গত আগস্ট মাসের ১ তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান এই সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পিডিবিকে বুঝিয়ে দিয়েছে। বর্তমানে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জনবল দিয়ে ইহা পরিচালনা করা হচ্ছে।
মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, কাপ্তাই সোলার বিদ্যুৎ কেন্দ্রের আওতাধীন অবশিষ্ট ৫ একর জায়গাতে আরও ১.৫০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ স্থাপন সম্ভব।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদে পাইলট প্রকল্প হিসাবে ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের সম্ভবতা যাচাই এর কাজ চলছে। ইতিমধ্যে এশিয়ান উন্নয়ন ব্যাংক সোশ্যাল ইমপ্যাক্ট স্টাডি সম্পন্ন করেছেন। আমাদের এই সৌর বিদ্যুৎ প্রকল্প হতে ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নবায়নযোগ্য শক্তি হিসাবে সোলার বিদ্যুৎ ইতিমধ্যেই সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বলে পিডিবি ব্যবস্থাপক জানান।
২০২০ সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২০১৭ সালে রাঙামাটির কাপ্তাইয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা কর্ণফুলী নদীর তীরে দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে চালু হয় দেশের প্রথম নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রটি। বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুৎকেন্দ্রটি থেকে সৌর শক্তির মাধ্যমে ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এটা কাপ্তাই বাঁধের পাশে নির্মাণ করা হয়েছে। কাপ্তাইয়ের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি। অন্যদিকে এটা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
এদিকে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, এটা আমার এবং আমার ইউনিয়নবাসীর জন্য গর্বের বিষয় যে, এটি আমার ইউনিয়নে অবস্থিত। তিনি জানান, দেশের প্রথম পানি বিদ্যুৎকেন্দ্রের পর কাপ্তাইয়ে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পও চালু হলো।
সৌর বিদ্যুৎ প্রকল্প সূত্রে জানা গেছে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বাস্তবায়নে পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কাপ্তাই বাঁধের পাশেই এই সৌরবিদ্যুৎ প্রকল্পটি চালু করা হয়। ‘সোলার ফটোভোল্টাইক গ্রিড কানেকটেড পাওয়ার জেনারেশন প্ল্যান্ট অ্যাট কাপ্তাই’ নামের এই প্রকল্পটির দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ১১১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি নির্মাণ করেছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান জেটটিই করপোরেশন। পুরো প্রকল্পে ৩১০ ওয়াট সম্পন্ন ২৪ হাজার ১২টি সোলার প্যানেল রয়েছে। রয়েছে ৩০ হাজার ওয়াট সম্পন্ন ২৪০টি ইনভার্টার। এর মধ্য দিয়ে সৌর শক্তি উৎপাদিত হচ্ছে ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ, যা সরাসরি যোগ হচ্ছে জাতীয় গ্রিডে।
কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রথম অন গ্রিড সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। গত আগস্ট মাসের ১ তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান এই সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পিডিবিকে বুঝিয়ে দিয়েছে। বর্তমানে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জনবল দিয়ে ইহা পরিচালনা করা হচ্ছে।
মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, কাপ্তাই সোলার বিদ্যুৎ কেন্দ্রের আওতাধীন অবশিষ্ট ৫ একর জায়গাতে আরও ১.৫০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ স্থাপন সম্ভব।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদে পাইলট প্রকল্প হিসাবে ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের সম্ভবতা যাচাই এর কাজ চলছে। ইতিমধ্যে এশিয়ান উন্নয়ন ব্যাংক সোশ্যাল ইমপ্যাক্ট স্টাডি সম্পন্ন করেছেন। আমাদের এই সৌর বিদ্যুৎ প্রকল্প হতে ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নবায়নযোগ্য শক্তি হিসাবে সোলার বিদ্যুৎ ইতিমধ্যেই সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বলে পিডিবি ব্যবস্থাপক জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে