Ajker Patrika

চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নয়জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৬ শতাংশ। যা আগের দিন ছিল ৩৫ শতাংশ। 

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৭ হাজার ৫৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ১৯ জন। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়। 

শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৪১ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৭৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজন শহরের, অপর ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

আগের দিন চট্টগ্রামে ৩ হাজার ৬৭৯ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১ হাজার ২৮৫ আর মারা যান ১৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত