কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রচণ্ড গরমে সারা দেশে জনজীবন অতিষ্ঠ। গরমের তীব্রতা কমাতে জোর দেওয়া হচ্ছে বৃক্ষরোপণে। এরই মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় কাটা হয়েছে শতাধিক গাছ। এগুলো সিইউএফএলের হলেও অনেকেই ইচ্ছেমতো কেটে নিয়ে যাচ্ছেন।
গতকাল শুক্রবার সকালে আনোয়ারার রাঙ্গাদিয়ায় সিইউএফএলের আবাসিক এলাকার দক্ষিণ পাশে বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী সড়কের গাছ কাটেন স্থানীয় আবদুল কাইয়ূম চৌধুরী খোকন নামের এক ব্যক্তি। এমনভাবেই যে কেউ যখন-তখন গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
গাছ কাটার বিষয়টি স্বীকার করে আবদুল কাইয়ূম চৌধুরী খোকন বলেন, ‘এগুলো আমরা লাগিয়েছি এবং জায়গাটাও আমাদের। তাই আমরা কাটছি।’
বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্ বলেন, ‘সড়কের গাছ কাটার খবর শুনেছি, বন বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
সরেজমিনে দেখা গেছে, কেটে ফেলা হয়েছে সড়কের পাশের শত বছরের মেহগনিসহ বিভিন্ন জাতের গাছ। এ পর্যন্ত শতাধিক গাছ কাটা হয়েছে। বেশির ভাগই নিয়ে যাওয়া হয়েছে। এখনো সড়কের পাশে সড়কে পড়ে আছে সদ্য কাটা ৩০টি গাছ। আর আগের কাটা ৮০ থেকে ৯০টির গুঁটি পড়ে আছে। কিছুদিন পরপর সড়কের পাশ থেকে গাছ কাটলেও বন বিভাগ বা কাউকে কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি বলেও জানান স্থানীয়রা। সেই সঙ্গে জানান, এতে সড়কের সৌন্দর্যও নষ্ট হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এগুলো অনেক দিনের পুরোনো গাছ। অনেক স্থানে গোড়া থেকে কেটে ছোট ছোট টুকরা করে সরিয়ে ফেলা হয়েছে। কিছু গোড়ার অংশও (গুঁড়ি) তুলে ফেলা হয়েছে। বাকিগুলো রক্ষায় প্রশাসন ও সিইউএফএলের নজর দেওয়া প্রয়োজন মনে করেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, গাছগুলোর জন্য এই এলাকার পরিবেশ অনেক সুন্দর। তীব্র গরমের মধ্যে একটু স্বস্তির আশায় গাছের নিচে যান স্থানীয়রা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে খুব খারাপ লাগল। এমন দৃশ্য দেখে মনে হয়েছে, যেন গাছ কাটার প্রতিযোগিতা চলছে। এ কারণে রাস্তার সুন্দর পরিবেশটাই নষ্ট করা হয়েছে। এসব দেখার কি কেউ নেই?
এ বিষয়ে কথা বলতে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
যেহেতু তাপপ্রবাহ চলছে, সেহেতু এই মুহূর্তে গাছগুলো থাকাই ভালো বলে মনে করছেন ইউএনও মো. ইশতিয়াক ইমন। তিনি বলেন, ‘গাছ কাটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বন বিভাগের সঙ্গে আলাপ করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
প্রচণ্ড গরমে সারা দেশে জনজীবন অতিষ্ঠ। গরমের তীব্রতা কমাতে জোর দেওয়া হচ্ছে বৃক্ষরোপণে। এরই মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় কাটা হয়েছে শতাধিক গাছ। এগুলো সিইউএফএলের হলেও অনেকেই ইচ্ছেমতো কেটে নিয়ে যাচ্ছেন।
গতকাল শুক্রবার সকালে আনোয়ারার রাঙ্গাদিয়ায় সিইউএফএলের আবাসিক এলাকার দক্ষিণ পাশে বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী সড়কের গাছ কাটেন স্থানীয় আবদুল কাইয়ূম চৌধুরী খোকন নামের এক ব্যক্তি। এমনভাবেই যে কেউ যখন-তখন গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
গাছ কাটার বিষয়টি স্বীকার করে আবদুল কাইয়ূম চৌধুরী খোকন বলেন, ‘এগুলো আমরা লাগিয়েছি এবং জায়গাটাও আমাদের। তাই আমরা কাটছি।’
বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্ বলেন, ‘সড়কের গাছ কাটার খবর শুনেছি, বন বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
সরেজমিনে দেখা গেছে, কেটে ফেলা হয়েছে সড়কের পাশের শত বছরের মেহগনিসহ বিভিন্ন জাতের গাছ। এ পর্যন্ত শতাধিক গাছ কাটা হয়েছে। বেশির ভাগই নিয়ে যাওয়া হয়েছে। এখনো সড়কের পাশে সড়কে পড়ে আছে সদ্য কাটা ৩০টি গাছ। আর আগের কাটা ৮০ থেকে ৯০টির গুঁটি পড়ে আছে। কিছুদিন পরপর সড়কের পাশ থেকে গাছ কাটলেও বন বিভাগ বা কাউকে কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি বলেও জানান স্থানীয়রা। সেই সঙ্গে জানান, এতে সড়কের সৌন্দর্যও নষ্ট হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এগুলো অনেক দিনের পুরোনো গাছ। অনেক স্থানে গোড়া থেকে কেটে ছোট ছোট টুকরা করে সরিয়ে ফেলা হয়েছে। কিছু গোড়ার অংশও (গুঁড়ি) তুলে ফেলা হয়েছে। বাকিগুলো রক্ষায় প্রশাসন ও সিইউএফএলের নজর দেওয়া প্রয়োজন মনে করেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, গাছগুলোর জন্য এই এলাকার পরিবেশ অনেক সুন্দর। তীব্র গরমের মধ্যে একটু স্বস্তির আশায় গাছের নিচে যান স্থানীয়রা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে খুব খারাপ লাগল। এমন দৃশ্য দেখে মনে হয়েছে, যেন গাছ কাটার প্রতিযোগিতা চলছে। এ কারণে রাস্তার সুন্দর পরিবেশটাই নষ্ট করা হয়েছে। এসব দেখার কি কেউ নেই?
এ বিষয়ে কথা বলতে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
যেহেতু তাপপ্রবাহ চলছে, সেহেতু এই মুহূর্তে গাছগুলো থাকাই ভালো বলে মনে করছেন ইউএনও মো. ইশতিয়াক ইমন। তিনি বলেন, ‘গাছ কাটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বন বিভাগের সঙ্গে আলাপ করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে