Ajker Patrika

করোনা আক্রান্তের হারে সব বিভাগকে ছাড়াল চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯: ৪২
করোনা আক্রান্তের হারে সব বিভাগকে ছাড়াল চট্টগ্রাম

করোনা শনাক্ত ও আক্রান্তের হারে দেশের সব বিভাগকে ছাড়িয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৫৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যায়নি। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২৮ শতাংশ; যা এর আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বেশি। 

আজ শনিবার দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে নগরের ৩৬২ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৮৮ জন। এর আগের দিন ১ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষায় ২৩৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১২ শতাংশ। 

প্রসঙ্গত, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত বিভাগটিতে ১ লাখ ৪ হাজার ৯৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত