নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফের কর্মবিরতিতে নেমেছেন পণ্যবাহী প্রাইম মুভার তথা লরিচালকেরা। এতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আগ্রাবাদমুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বন্দর থেকে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলার জেরে কর্মবিরতি করছেন বলে জানিয়েছেন চালক-শ্রমিকেরা। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সোয়া ৯টায়ও কর্মবিরতি চলছিল।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, ডিসি পার্কে ঘটা সংঘর্ষের ঘটনায় বুধবার সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। এর ফলে গাড়ির চালক-সহযোগীরা গ্রেপ্তারের আতঙ্কে আছেন। এই অবস্থায় তাঁরা গাড়ি চালাতে রাজি না। তবে এই কর্মবিরতি শুধু প্রাইম মুভারের চালকদের।
আবুল খায়ের আরও জানান, বুধবার ডিসি অফিসে মিটিংয়ের শর্ত ভঙ্গ করে জেলা প্রশাসন ডিসি পার্ক খোলা রাখায় শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন।
কর্মবিরতির কারণ জানতে চাইলে এক শ্রমিক বলেন, ‘গতকাল ডিসি অফিসে (জেলা প্রশাসন) মিটিং হয়েছে। সেখানে আমাদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু আজ শুনি গতকাল রাতে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা দেওয়া হয়েছে। আমাদের যেকোনো সময় এই মামলায় পুলিশ গ্রেপ্তার করতে পারে। আমরা এই মামলা প্রত্যাহার চাই, অন্যথায় গাড়ি চলবে না।’
পতেঙ্গা-আগ্রাবাদ সড়কে দীর্ঘ যানজট
এদিকে লরিচালকেরা রাস্তার পাশে গাড়ি পার্ক করে চলে যাওয়ায় পতেঙ্গা থেকে আগ্রাবাদগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছে। যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। তবে আগ্রাবাদ হয়ে পতেঙ্গাগামী সড়কটিতে যানজট লক্ষ করা যায়নি।
এর আগে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার জেরে মঙ্গলবার রাত ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন লরি-ট্রাক চালক-শ্রমিকেরা। পরে এ ঘটনায় নগরের কাস্টমস এলাকায় ট্রাক, প্রাইম মুভার ও লরিচালকেরা সড়কে মিছিল করতে থাকেন এবং সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তার উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন।
পরে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামের সমন্বয়ক ও প্রাইমমুভার ট্রেইলার চালক-শ্রমিক সংগঠনের নেতাদের যৌথ বৈঠক শেষে অবরোধ তুলে নিলেও চার দফা দাবিতে চালক-শ্রমিকেরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। এর ২৩ ঘণ্টার মাথায় জেলা প্রশাসকের সঙ্গে সন্ধ্যা থেকে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠকের পর তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। কিন্তু সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মামলা হওয়ায় লরিচালকেরা আজ সকাল থেকে আবার কর্মবিরতি শুরু করেন।
ফের কর্মবিরতিতে নেমেছেন পণ্যবাহী প্রাইম মুভার তথা লরিচালকেরা। এতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আগ্রাবাদমুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বন্দর থেকে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলার জেরে কর্মবিরতি করছেন বলে জানিয়েছেন চালক-শ্রমিকেরা। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সোয়া ৯টায়ও কর্মবিরতি চলছিল।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, ডিসি পার্কে ঘটা সংঘর্ষের ঘটনায় বুধবার সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। এর ফলে গাড়ির চালক-সহযোগীরা গ্রেপ্তারের আতঙ্কে আছেন। এই অবস্থায় তাঁরা গাড়ি চালাতে রাজি না। তবে এই কর্মবিরতি শুধু প্রাইম মুভারের চালকদের।
আবুল খায়ের আরও জানান, বুধবার ডিসি অফিসে মিটিংয়ের শর্ত ভঙ্গ করে জেলা প্রশাসন ডিসি পার্ক খোলা রাখায় শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন।
কর্মবিরতির কারণ জানতে চাইলে এক শ্রমিক বলেন, ‘গতকাল ডিসি অফিসে (জেলা প্রশাসন) মিটিং হয়েছে। সেখানে আমাদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু আজ শুনি গতকাল রাতে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা দেওয়া হয়েছে। আমাদের যেকোনো সময় এই মামলায় পুলিশ গ্রেপ্তার করতে পারে। আমরা এই মামলা প্রত্যাহার চাই, অন্যথায় গাড়ি চলবে না।’
পতেঙ্গা-আগ্রাবাদ সড়কে দীর্ঘ যানজট
এদিকে লরিচালকেরা রাস্তার পাশে গাড়ি পার্ক করে চলে যাওয়ায় পতেঙ্গা থেকে আগ্রাবাদগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছে। যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। তবে আগ্রাবাদ হয়ে পতেঙ্গাগামী সড়কটিতে যানজট লক্ষ করা যায়নি।
এর আগে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার জেরে মঙ্গলবার রাত ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন লরি-ট্রাক চালক-শ্রমিকেরা। পরে এ ঘটনায় নগরের কাস্টমস এলাকায় ট্রাক, প্রাইম মুভার ও লরিচালকেরা সড়কে মিছিল করতে থাকেন এবং সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তার উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন।
পরে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামের সমন্বয়ক ও প্রাইমমুভার ট্রেইলার চালক-শ্রমিক সংগঠনের নেতাদের যৌথ বৈঠক শেষে অবরোধ তুলে নিলেও চার দফা দাবিতে চালক-শ্রমিকেরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। এর ২৩ ঘণ্টার মাথায় জেলা প্রশাসকের সঙ্গে সন্ধ্যা থেকে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠকের পর তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। কিন্তু সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মামলা হওয়ায় লরিচালকেরা আজ সকাল থেকে আবার কর্মবিরতি শুরু করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে