নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ২১ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার হয়েছেন।
অভিযুক্ত শাফায়েত উল্লাহ আকাশ (১৯) সাতকানিয়া উপজেলার দেওদীঘি গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে নগরের চকবাজার থানা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। ভুক্তভোগী তরুণী (১৮) নগরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, আড়াই মাস আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শাফায়েতের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি সুকৌশলে ওই ছাত্রীর কাছ থেকে কিছু ছবি নিয়ে রাখেন। এরপর ছবিগুলো সম্পাদনা করে আপত্তিকর ও অশ্লীল করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে তরুণীকে নগদ টাকা ও স্বর্ণালংকার দিতে বলেন। এতে তিনি আতঙ্কিত হয়ে ৫ মার্চ থেকে বিভিন্ন সময় মায়ের স্বর্ণালংকার সরিয়ে শাফায়াতের হাতে তুলে দেন। এভাবে ভুক্তভোগী তরুণীর কাছ থেকে ২১ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন ওই তরুণ। পাশাপাশি নগদ ১ লাখ ৬০ হাজার টাকাও আত্মসাৎ করেন।
ডিসি আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে এভাবে স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের ঘটনা নিয়ে ভুক্তভোগী কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাফায়াতকে আটক করে। পরে তাঁর দেখানো মতে ১৬ ভরি স্বর্ণালংকার ও অলংকার বিক্রির নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। আজ শুক্রবার এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে এক তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ২১ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার হয়েছেন।
অভিযুক্ত শাফায়েত উল্লাহ আকাশ (১৯) সাতকানিয়া উপজেলার দেওদীঘি গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে নগরের চকবাজার থানা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। ভুক্তভোগী তরুণী (১৮) নগরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, আড়াই মাস আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শাফায়েতের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি সুকৌশলে ওই ছাত্রীর কাছ থেকে কিছু ছবি নিয়ে রাখেন। এরপর ছবিগুলো সম্পাদনা করে আপত্তিকর ও অশ্লীল করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে তরুণীকে নগদ টাকা ও স্বর্ণালংকার দিতে বলেন। এতে তিনি আতঙ্কিত হয়ে ৫ মার্চ থেকে বিভিন্ন সময় মায়ের স্বর্ণালংকার সরিয়ে শাফায়াতের হাতে তুলে দেন। এভাবে ভুক্তভোগী তরুণীর কাছ থেকে ২১ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন ওই তরুণ। পাশাপাশি নগদ ১ লাখ ৬০ হাজার টাকাও আত্মসাৎ করেন।
ডিসি আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে এভাবে স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের ঘটনা নিয়ে ভুক্তভোগী কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাফায়াতকে আটক করে। পরে তাঁর দেখানো মতে ১৬ ভরি স্বর্ণালংকার ও অলংকার বিক্রির নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। আজ শুক্রবার এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে