সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। হামলায় আহত প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।
আসামিরা হলেন শাহাজাহান বাদশা ওরফে বাদশা (৩৮), শফিকুল ইসলাম (৪৫), হেলাল উদ্দিন হৃদয় (৩৮), আমজাদ হোসেন (৩৮), আশিকুর রহমান (৩৫), ওসমান ওরফে ডাকাত ওসমান (৩৮), কামরুল হাসান রিদোয়ান (৩৫), সাইদুল হক সাদু (৫৫), রফিক উল্লাহ হামিদী (৫৮) ও ইমাম হোসেন (৩০)। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ জনকে। আসমিরা সবাই জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের অধীনে থাকা ৩০টি দোকানের ভাড়ার টাকা প্রতি মাসে স্কুল ফান্ডে জমা রাখা হতো। আর সে টাকা ব্যয় করা হতো বিদ্যালয়ের উন্নয়নকাজে। কিন্তু সম্প্রতি স্থানীয় কয়েক ব্যক্তি ভাড়ার টাকা থেকে চাঁদা দাবির পাশাপাশি বিদ্যালয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। তাঁদের বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় আসামিরা বসতঘরের দরজা ভেঙে প্রধান শিক্ষকের কক্ষে ঢোকে। পরে তারা আলমারির দরজা ভেঙে স্বর্ণালংকার, টাকাসহ তিনটি মোবাইল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রধান শিক্ষককে ঘর থেকে উঠিয়ে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে উপর্যুপরি পিটিয়ে ও ছুরিকাঘাতের মাধ্যমে গুরুতর আহত করে পালিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসতঘরে লুটপাট ও হামলার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। হামলায় আহত প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।
আসামিরা হলেন শাহাজাহান বাদশা ওরফে বাদশা (৩৮), শফিকুল ইসলাম (৪৫), হেলাল উদ্দিন হৃদয় (৩৮), আমজাদ হোসেন (৩৮), আশিকুর রহমান (৩৫), ওসমান ওরফে ডাকাত ওসমান (৩৮), কামরুল হাসান রিদোয়ান (৩৫), সাইদুল হক সাদু (৫৫), রফিক উল্লাহ হামিদী (৫৮) ও ইমাম হোসেন (৩০)। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ জনকে। আসমিরা সবাই জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের অধীনে থাকা ৩০টি দোকানের ভাড়ার টাকা প্রতি মাসে স্কুল ফান্ডে জমা রাখা হতো। আর সে টাকা ব্যয় করা হতো বিদ্যালয়ের উন্নয়নকাজে। কিন্তু সম্প্রতি স্থানীয় কয়েক ব্যক্তি ভাড়ার টাকা থেকে চাঁদা দাবির পাশাপাশি বিদ্যালয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। তাঁদের বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় আসামিরা বসতঘরের দরজা ভেঙে প্রধান শিক্ষকের কক্ষে ঢোকে। পরে তারা আলমারির দরজা ভেঙে স্বর্ণালংকার, টাকাসহ তিনটি মোবাইল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রধান শিক্ষককে ঘর থেকে উঠিয়ে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে উপর্যুপরি পিটিয়ে ও ছুরিকাঘাতের মাধ্যমে গুরুতর আহত করে পালিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসতঘরে লুটপাট ও হামলার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে