প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম): সাড়ে ১৫ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সানির স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওয়ান ব্যাংক খাতুনগঞ্জ শাখার করা একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চট্টগ্রামের একটি আদালত। অর্থঋণ আদালতের ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান খুলশী থানার ওসিকে গ্রেপ্তারের এই নির্দেশ দেন।
সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের স্বামীর নাম মো. পারভেজ আলম ও শ্বশুর ব্যবসায়ী এমএস আলম ওরফে শাহ আলম।
এ বিষয়ে যোগাযোগ করলে ওয়ান ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী ইফতেখারুল হক জানান, মেসার্স শাওন এন্টারপ্রাইজের নামে বিভিন্ন সময় তারা আমাদের শাখা থেকে ঋণ নেন। ২০১৬ সাল পর্যন্ত ব্যাংকে তাদের বকেয়া দাঁড়ায় ১৫ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার টাকা। বারবার নোটিশ আর তাগাদা দেওয়ার পরও তাঁরা এ ঋণ পরিশোধ করেননি। বাধ্য হয়ে ২০১৬ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ব্যাংক।
তিনি বলেন, কিন্তু তারা আদালতেও নিয়মিত হাজির হন না। এর মধ্যে আমরা জানতে পারি তারা কৌশলে দেশ ত্যাগের চেষ্টা করছে। তাঁরা প্রভাবশালী এবং দেশ ত্যাগ করলে কোনোভাবেই এ টাকা উদ্ধার করা যাবে না। তাই এ বছর ২৮ মার্চ তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করি। এপ্রিলের ১৫ তারিখ এ আবেদন শুনানির কথা ছিল। পরবর্তীতে আদালত ১০ জুন শুনানির দিন ধার্য করে।
আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের সদরঘাটে আলম অ্যান্ড কোম্পানির মালিক এ শাহ আলম। এ প্রতিষ্ঠানের নামে তিনি নগরীর আটটি ব্যাক থেকে ঋণ নিয়েছেন ৩০০ কোটি টাকা। ঋণ পরিশোধ না করায় ২০১১ সালের পর থেকে তাঁর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে। এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ৫৪টি মামলা করেছে বিভিন্ন ব্যাংক। এর মধ্যে সাতটি মামলা অর্থঋণ আদালতে। বাকি সব মামলা চেক প্রতারণার। যার ছয়টিতে ছয় বছর সাজাও হয়েছে।
প্রতিষ্ঠানটি এখন দেখাশোনা করেন তাঁর বড় ছেলে এবং এ মামলার আসামি পারভেজ আলম। চট্টগ্রাম ভিত্তিক মাশরিফা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান তিনি। প্রতিষ্ঠানটি মামিয়া ব্রান্ডের পানি ও ভোগ্যপণ্য বাজারজাত করে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে পারভেজ আলমের সেলফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
খাদিজাতুল আনোয়ার সানির পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তাঁর বাবা রফিকুল আনোয়ারা টানা দশ বছর ওই আসনে সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ ও ২০০১ সালে নৌকা প্রতীকে সংসদে যান তিনি। আর এবার সংরক্ষিত আসনের নারী এমপি হয়ে সংসদে যান খাদিজাতুল আনোয়ার সানি।
ফটিকছড়ি (চট্টগ্রাম): সাড়ে ১৫ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সানির স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওয়ান ব্যাংক খাতুনগঞ্জ শাখার করা একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চট্টগ্রামের একটি আদালত। অর্থঋণ আদালতের ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান খুলশী থানার ওসিকে গ্রেপ্তারের এই নির্দেশ দেন।
সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের স্বামীর নাম মো. পারভেজ আলম ও শ্বশুর ব্যবসায়ী এমএস আলম ওরফে শাহ আলম।
এ বিষয়ে যোগাযোগ করলে ওয়ান ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী ইফতেখারুল হক জানান, মেসার্স শাওন এন্টারপ্রাইজের নামে বিভিন্ন সময় তারা আমাদের শাখা থেকে ঋণ নেন। ২০১৬ সাল পর্যন্ত ব্যাংকে তাদের বকেয়া দাঁড়ায় ১৫ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার টাকা। বারবার নোটিশ আর তাগাদা দেওয়ার পরও তাঁরা এ ঋণ পরিশোধ করেননি। বাধ্য হয়ে ২০১৬ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ব্যাংক।
তিনি বলেন, কিন্তু তারা আদালতেও নিয়মিত হাজির হন না। এর মধ্যে আমরা জানতে পারি তারা কৌশলে দেশ ত্যাগের চেষ্টা করছে। তাঁরা প্রভাবশালী এবং দেশ ত্যাগ করলে কোনোভাবেই এ টাকা উদ্ধার করা যাবে না। তাই এ বছর ২৮ মার্চ তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করি। এপ্রিলের ১৫ তারিখ এ আবেদন শুনানির কথা ছিল। পরবর্তীতে আদালত ১০ জুন শুনানির দিন ধার্য করে।
আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের সদরঘাটে আলম অ্যান্ড কোম্পানির মালিক এ শাহ আলম। এ প্রতিষ্ঠানের নামে তিনি নগরীর আটটি ব্যাক থেকে ঋণ নিয়েছেন ৩০০ কোটি টাকা। ঋণ পরিশোধ না করায় ২০১১ সালের পর থেকে তাঁর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে। এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ৫৪টি মামলা করেছে বিভিন্ন ব্যাংক। এর মধ্যে সাতটি মামলা অর্থঋণ আদালতে। বাকি সব মামলা চেক প্রতারণার। যার ছয়টিতে ছয় বছর সাজাও হয়েছে।
প্রতিষ্ঠানটি এখন দেখাশোনা করেন তাঁর বড় ছেলে এবং এ মামলার আসামি পারভেজ আলম। চট্টগ্রাম ভিত্তিক মাশরিফা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান তিনি। প্রতিষ্ঠানটি মামিয়া ব্রান্ডের পানি ও ভোগ্যপণ্য বাজারজাত করে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে পারভেজ আলমের সেলফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
খাদিজাতুল আনোয়ার সানির পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তাঁর বাবা রফিকুল আনোয়ারা টানা দশ বছর ওই আসনে সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ ও ২০০১ সালে নৌকা প্রতীকে সংসদে যান তিনি। আর এবার সংরক্ষিত আসনের নারী এমপি হয়ে সংসদে যান খাদিজাতুল আনোয়ার সানি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে