নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলা হবে। মাসব্যাপী চলবে এ মেলা। এতে দেশের ছাড়াও ভারত, থাইল্যান্ড ও ইরানের স্টল থাকবে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার নেতারা।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘১৯৯৩ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছি। মেলায় আমরা বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করেছি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন করবেন। বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপও তাদের পণ্যের প্রচার প্রসারে মেলায় প্যাভিলিয়ন সাজাবে।’
সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন লিখিত বক্তব্যে জানান, নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এবারের মেলায় তিনটি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টল নিয়ে ৩০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল ও ১১টি ফুড স্টল থাকছে মেলায়।
মেলার শিশুদের বিনোদনের জন্য মাঠের দক্ষিণ পাশে বিনোদনকেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ফোয়ারাসহ ১২ হাজার ৩২০ বর্গফুটের একটি খোলা প্লাজা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে প্লে থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়া ছাত্র-ছাত্রীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলা হবে। মাসব্যাপী চলবে এ মেলা। এতে দেশের ছাড়াও ভারত, থাইল্যান্ড ও ইরানের স্টল থাকবে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার নেতারা।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘১৯৯৩ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছি। মেলায় আমরা বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করেছি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন করবেন। বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপও তাদের পণ্যের প্রচার প্রসারে মেলায় প্যাভিলিয়ন সাজাবে।’
সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন লিখিত বক্তব্যে জানান, নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এবারের মেলায় তিনটি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টল নিয়ে ৩০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল ও ১১টি ফুড স্টল থাকছে মেলায়।
মেলার শিশুদের বিনোদনের জন্য মাঠের দক্ষিণ পাশে বিনোদনকেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ফোয়ারাসহ ১২ হাজার ৩২০ বর্গফুটের একটি খোলা প্লাজা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে প্লে থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়া ছাত্র-ছাত্রীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে