প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
দীর্ঘ ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকার পর গত ২৪ জুলাই সাগরে নেমেছিলেন জেলেরা। কিন্তু পরপর দুই তিথিতে (জো) আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ জেলেদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে তৃতীয় জো। চলমান পূর্ণিমা তিথিতে জেলেদের জালে মাছ ধরা পড়ছে বেশি এবং আকারেও আগের চেয়ে বড়। ফলে আনোয়ারার সমুদ্রোপকূলে এখন ইলিশ ধরায় ব্যস্ত ২ হাজারের বেশি মৎস্যজীবী।
সরেজমিন রায়পুর ইউনিয়নের সবচেয়ে বড় ইলিশঘাটে গিয়ে দেখা যায়, জেলে ও মাছ প্রক্রিয়াজাতে জড়িত ব্যাক্তিরা ইলিশ সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন। এক এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে ইলিশ। সেগুলো সারিবদ্ধভাবে গুছিয়ে সংরক্ষণ করছেন তাঁরা।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর, বারশত, জুঁইদণ্ডী, বরুমচড়াসহ ১১ ইউনিয়নে ৩ হাজার ৬০০ নিবন্ধিত মৎস্যজীবী রয়েছেন। তাঁদের মধ্যে ২ হাজারের বেশি মৎস্যজীবী সাগরে ইলিশ ধরে থাকেন। উপকূলের ঘাটগুলোর মধ্যে পারকি, পড়ুয়াপড়া, গলাকাটা, উঠানমাঝি, ফকিরহাট (ঘাটকূল), খুইল্যা মিয়া ইলিশঘাট হিসেবে পরিচিত হলেও সবচেয়ে বড় ইলিশঘাট হচ্ছে রায়পুর ইউনিয়নের গহিরা উঠানমাঝির ঘাট। এ ঘাটে এখন চলছে ইলিশ উৎসব।
উঠানমাঝি ঘাটের মৎস্যজীবী মো. লোকমান বলেন, `গত দুই তিথিতে খুব কম মাছ ধরা পড়েছে। আর যেটুকু মাছ ধরা পড়েছে তা আকারে ছোট ছিল। তাই প্রত্যাশিত মাছ ধরা না পড়ায় মৎস্যজীবীদের চোখে-মুখে হতাশার শেষ ছিল না। কিন্তু চলতি পূর্ণিমার তিথিতে মাছ ধরার তৃতীয় জোতে গত কয়েক দিন ধরে মোটামুটি আকারে বড় ও আগের চেয়ে বেশি মাছ ধরা পড়ছে। তাই মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি, যাতে আগামী জোতে ভালো মাছ ধরতে পারি।'
স্থানীয় আড়তদার ছালে আহমদ বলেন, এক থেকে দেড় কেজি বা তার বড় সাইজের মাছগুলো ৪০ থেকে ৫০ হাজার এবং এর থেকে ছোট সাইজের মাছগুলো ১৭ থেকে ১৪ আর ৯ হাজার টাকা পর্যন্ত মণ বিক্রি হচ্ছে।
ছালে আহমদ আরও বলেন, চট্টগ্রাম ছাড়াও অধিকাংশ মাছ ঢাকার কেরানীগঞ্জে বিক্রি হচ্ছে। তা ছাড়া সকাল-বিকেল ঘাটে হাঁকডাকে নিলামে মাছ বিক্রি হয়। এ ছাড়া স্থানীয় মাছের ক্রেতারাও তাঁদের চাহিদামতো মাছ কিনে নিয়ে যাচ্ছেন।
আনোয়ারা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, আনোয়ারায় ৩ হাজার ৫৮৯ জন নিবন্ধিত মৎস্যজীবী রয়েছে। তাঁদের মধ্যে ২ হাজারের বেশি মৎস্যজীবী সাগরে ইলিশ মাছ ধরে থাকেন। গত ২৪ জুলাই থেকে সাগরে ইলিশ ধরা শুরু হয়। গত ১৫ দিনে প্রত্যাশিত ইলিশ ধরা না পড়লেও চলতি সপ্তাহে আগের চেয়ে বেশি মাছ ধরা পড়ছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি মাছ ধরা পড়বে।
দীর্ঘ ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকার পর গত ২৪ জুলাই সাগরে নেমেছিলেন জেলেরা। কিন্তু পরপর দুই তিথিতে (জো) আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ জেলেদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে তৃতীয় জো। চলমান পূর্ণিমা তিথিতে জেলেদের জালে মাছ ধরা পড়ছে বেশি এবং আকারেও আগের চেয়ে বড়। ফলে আনোয়ারার সমুদ্রোপকূলে এখন ইলিশ ধরায় ব্যস্ত ২ হাজারের বেশি মৎস্যজীবী।
সরেজমিন রায়পুর ইউনিয়নের সবচেয়ে বড় ইলিশঘাটে গিয়ে দেখা যায়, জেলে ও মাছ প্রক্রিয়াজাতে জড়িত ব্যাক্তিরা ইলিশ সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন। এক এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে ইলিশ। সেগুলো সারিবদ্ধভাবে গুছিয়ে সংরক্ষণ করছেন তাঁরা।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর, বারশত, জুঁইদণ্ডী, বরুমচড়াসহ ১১ ইউনিয়নে ৩ হাজার ৬০০ নিবন্ধিত মৎস্যজীবী রয়েছেন। তাঁদের মধ্যে ২ হাজারের বেশি মৎস্যজীবী সাগরে ইলিশ ধরে থাকেন। উপকূলের ঘাটগুলোর মধ্যে পারকি, পড়ুয়াপড়া, গলাকাটা, উঠানমাঝি, ফকিরহাট (ঘাটকূল), খুইল্যা মিয়া ইলিশঘাট হিসেবে পরিচিত হলেও সবচেয়ে বড় ইলিশঘাট হচ্ছে রায়পুর ইউনিয়নের গহিরা উঠানমাঝির ঘাট। এ ঘাটে এখন চলছে ইলিশ উৎসব।
উঠানমাঝি ঘাটের মৎস্যজীবী মো. লোকমান বলেন, `গত দুই তিথিতে খুব কম মাছ ধরা পড়েছে। আর যেটুকু মাছ ধরা পড়েছে তা আকারে ছোট ছিল। তাই প্রত্যাশিত মাছ ধরা না পড়ায় মৎস্যজীবীদের চোখে-মুখে হতাশার শেষ ছিল না। কিন্তু চলতি পূর্ণিমার তিথিতে মাছ ধরার তৃতীয় জোতে গত কয়েক দিন ধরে মোটামুটি আকারে বড় ও আগের চেয়ে বেশি মাছ ধরা পড়ছে। তাই মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি, যাতে আগামী জোতে ভালো মাছ ধরতে পারি।'
স্থানীয় আড়তদার ছালে আহমদ বলেন, এক থেকে দেড় কেজি বা তার বড় সাইজের মাছগুলো ৪০ থেকে ৫০ হাজার এবং এর থেকে ছোট সাইজের মাছগুলো ১৭ থেকে ১৪ আর ৯ হাজার টাকা পর্যন্ত মণ বিক্রি হচ্ছে।
ছালে আহমদ আরও বলেন, চট্টগ্রাম ছাড়াও অধিকাংশ মাছ ঢাকার কেরানীগঞ্জে বিক্রি হচ্ছে। তা ছাড়া সকাল-বিকেল ঘাটে হাঁকডাকে নিলামে মাছ বিক্রি হয়। এ ছাড়া স্থানীয় মাছের ক্রেতারাও তাঁদের চাহিদামতো মাছ কিনে নিয়ে যাচ্ছেন।
আনোয়ারা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, আনোয়ারায় ৩ হাজার ৫৮৯ জন নিবন্ধিত মৎস্যজীবী রয়েছে। তাঁদের মধ্যে ২ হাজারের বেশি মৎস্যজীবী সাগরে ইলিশ মাছ ধরে থাকেন। গত ২৪ জুলাই থেকে সাগরে ইলিশ ধরা শুরু হয়। গত ১৫ দিনে প্রত্যাশিত ইলিশ ধরা না পড়লেও চলতি সপ্তাহে আগের চেয়ে বেশি মাছ ধরা পড়ছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি মাছ ধরা পড়বে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে