কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পেরেছে। প্রতিটি বিভাগের পরীক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নের সেট ছিল। কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের প্রশ্নই বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের সরবরাহ করা হয়েছিল।
ভুক্তভোগী পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নপত্র, সেটিই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি হলে প্রদান করা হয়। পরীক্ষার প্রায় অর্ধেক সময় পার হলে পরীক্ষার্থীরা বুঝতে পারেন যে তাদের ভুল প্রশ্ন প্রদান করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের সঠিক প্রশ্ন দিয়ে পুনরায় এক ঘণ্টার পরীক্ষাটি নেওয়া হয়। তবে এই ভুলের ফলে মানসিকভাবে বিপর্যস্ত ও পরীক্ষায় বিরূপ প্রভাব পড়েছে বলে জানান অনেকে।
এ বিষয়ে পরীক্ষার্থী মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছি, সেটি মূলত বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের কেন্দ্র। তবে এখানে দুটি রুমে বিবিএর শিক্ষার্থীদের আসন পড়েছে। তাই ভুল করে আমাদেরও বিভাগ পরিবর্তনের প্রশ্ন দিয়ে দিয়েছিল। পরে আবার ঠিক প্রশ্নই দিয়েছে, তবে ৪০ মিনিট দেরি হয়েছে। প্রশ্নপত্র পেতে বিলম্বিত হওয়ায় প্রথম দিকে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের সবার মতো এক ঘণ্টা সময় দিয়েছে এবং আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই দিয়েছি।’
এ বিষয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘বিজ্ঞান ও মানবিক পরীক্ষার প্রশ্ন আলাদা, পরীক্ষাও মানবিকেরটা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিল্ডিংয়ে এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা বিজ্ঞান অনুষদের বিল্ডিংয়ে হয়েছে। ঝামেলাটা হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিল্ডিংয়ে। সেখানে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে। পরে রোল চেক করে পরিদর্শকেরা বুঝতে পারেন এবং আমরা সংশোধন করে দিই। শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয় পরীক্ষার জন্য। অন্য কোনো জায়গায় সমস্যা হয়নি, কারণ অন্য সবখানে শুধু কমার্সের স্টুডেন্টদের পরীক্ষা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘ঘটনা শুনে আমি ওই কক্ষে গিয়েছিলাম। দায়িত্বরত সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলেছিলাম। যেহেতু ঘটনাটা ঘটে গেছে, তাই আমরা সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থাও নিয়েছিলাম এবং শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি। তারা পরীক্ষার জন্য বরাদ্দকৃত সময়েই পরীক্ষা দিতে পেরেছে। অন্য কেন্দ্রে এরকম কোনো ঘটনা ঘটেনি।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পেরেছে। প্রতিটি বিভাগের পরীক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নের সেট ছিল। কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের প্রশ্নই বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের সরবরাহ করা হয়েছিল।
ভুক্তভোগী পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নপত্র, সেটিই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি হলে প্রদান করা হয়। পরীক্ষার প্রায় অর্ধেক সময় পার হলে পরীক্ষার্থীরা বুঝতে পারেন যে তাদের ভুল প্রশ্ন প্রদান করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের সঠিক প্রশ্ন দিয়ে পুনরায় এক ঘণ্টার পরীক্ষাটি নেওয়া হয়। তবে এই ভুলের ফলে মানসিকভাবে বিপর্যস্ত ও পরীক্ষায় বিরূপ প্রভাব পড়েছে বলে জানান অনেকে।
এ বিষয়ে পরীক্ষার্থী মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছি, সেটি মূলত বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের কেন্দ্র। তবে এখানে দুটি রুমে বিবিএর শিক্ষার্থীদের আসন পড়েছে। তাই ভুল করে আমাদেরও বিভাগ পরিবর্তনের প্রশ্ন দিয়ে দিয়েছিল। পরে আবার ঠিক প্রশ্নই দিয়েছে, তবে ৪০ মিনিট দেরি হয়েছে। প্রশ্নপত্র পেতে বিলম্বিত হওয়ায় প্রথম দিকে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের সবার মতো এক ঘণ্টা সময় দিয়েছে এবং আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই দিয়েছি।’
এ বিষয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘বিজ্ঞান ও মানবিক পরীক্ষার প্রশ্ন আলাদা, পরীক্ষাও মানবিকেরটা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিল্ডিংয়ে এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা বিজ্ঞান অনুষদের বিল্ডিংয়ে হয়েছে। ঝামেলাটা হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিল্ডিংয়ে। সেখানে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে। পরে রোল চেক করে পরিদর্শকেরা বুঝতে পারেন এবং আমরা সংশোধন করে দিই। শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয় পরীক্ষার জন্য। অন্য কোনো জায়গায় সমস্যা হয়নি, কারণ অন্য সবখানে শুধু কমার্সের স্টুডেন্টদের পরীক্ষা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘ঘটনা শুনে আমি ওই কক্ষে গিয়েছিলাম। দায়িত্বরত সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলেছিলাম। যেহেতু ঘটনাটা ঘটে গেছে, তাই আমরা সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থাও নিয়েছিলাম এবং শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি। তারা পরীক্ষার জন্য বরাদ্দকৃত সময়েই পরীক্ষা দিতে পেরেছে। অন্য কেন্দ্রে এরকম কোনো ঘটনা ঘটেনি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে