রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘হালদা ঘুরে যেটা দেখলাম, তা হাজার বই পড়েও জানা যেত না। এটি দেশের বড় ঐতিহ্য। এ নদীতে যে প্রাকৃতিক প্রজনন হয়, তা এক বিশাল বিস্ময়। মা মাছের ডিম দেওয়াটা অর্থনীতিতেও বড় অবদান রাখে।’
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাউজানের গহিরা মোবারকখীল এলাকায় হালদা নদী পরিদর্শন শেষে মতবিনিময় সভায় উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন। অনুষ্ঠানে নদীসংলগ্ন এলাকাবাসী, ডিম সংগ্রহকারী, স্বেচ্ছাসেবক, পাহারাদার ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ফরিদা আখতার বলেন, ‘এ নদীর পোনাগুলো মুক্তার মতো। এখান থেকে বছরে শত শত কোটি টাকার মাছ উৎপাদন সম্ভব। কিন্তু দূষণের কারণে হালদার মা মাছ এখন একবারই ডিম দেয়, আগে দিত তিনবার। এটা বন্ধ করতে হবে।’
হালদার দূষণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা নদীর পরিবেশদূষণ করে, তারা নির্যাতন করে। এটা আমি দূষণ বলবে না। তাদের নির্যাতনকারী হিসেবে চিহ্নিত করতে হবে। তাহলে দূষণ বন্ধ করা সহজ হবে। দূষণের বিষয়টা খুবই কষ্টকর। আমি নিজে হালদায় কালো পানি দেখেছি। গন্ধ পেয়েছি। সেটা বুড়িগঙ্গায়ও আছে। কিন্তু এখানে কেন হবে।’
তামাক চাষ প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, ‘তামাক শুধু মাছ নয়, পরিবেশের সবকিছুরই ক্ষতি করে। হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতে হবে। যাঁরা এটি করেন, তাঁদের ভিন্ন কৃষিকাজে সহায়তা করা হবে।’
ডিম সংগ্রহ বাড়াতে আরও হ্যাচারি স্থাপন, স্লুইসগেট সংস্কার, নাব্যতা রক্ষা এবং রাবার ড্যাম অপসারণের কথা জানান তিনি। তিনি বলেন, ‘হালদা রক্ষায় আমাদের যা যা করা দরকার, সবই করতে হবে। এটা আমাদের গুরত্বপূর্ণ দায়িত্ব। তবে এসব কাজে নদীর পাড়ের মানুষদের সহযোগিতা করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। উপস্থিত ছিলেন সাবেক সচিব আবদুল করিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রউফ, নৌ পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, হালদা গবেষক মনজুরুল কিবরিয়া, প্রকল্প পরিচালক মিজানুর রহমান, মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন ও হালদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী।
এর আগে সকালে গহিরা এলাকায় পোনা মাছ অবমুক্ত করেন উপদেষ্টা ফরিদা আখতার। পরে স্পিডবোটযোগে নদীর মোহনা পর্যন্ত ঘুরে এসে চারটি ড্রোন ক্যামেরা উদ্বোধন করেন, যেগুলো হালদায় অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণে ব্যবহার হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘হালদা ঘুরে যেটা দেখলাম, তা হাজার বই পড়েও জানা যেত না। এটি দেশের বড় ঐতিহ্য। এ নদীতে যে প্রাকৃতিক প্রজনন হয়, তা এক বিশাল বিস্ময়। মা মাছের ডিম দেওয়াটা অর্থনীতিতেও বড় অবদান রাখে।’
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাউজানের গহিরা মোবারকখীল এলাকায় হালদা নদী পরিদর্শন শেষে মতবিনিময় সভায় উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন। অনুষ্ঠানে নদীসংলগ্ন এলাকাবাসী, ডিম সংগ্রহকারী, স্বেচ্ছাসেবক, পাহারাদার ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ফরিদা আখতার বলেন, ‘এ নদীর পোনাগুলো মুক্তার মতো। এখান থেকে বছরে শত শত কোটি টাকার মাছ উৎপাদন সম্ভব। কিন্তু দূষণের কারণে হালদার মা মাছ এখন একবারই ডিম দেয়, আগে দিত তিনবার। এটা বন্ধ করতে হবে।’
হালদার দূষণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা নদীর পরিবেশদূষণ করে, তারা নির্যাতন করে। এটা আমি দূষণ বলবে না। তাদের নির্যাতনকারী হিসেবে চিহ্নিত করতে হবে। তাহলে দূষণ বন্ধ করা সহজ হবে। দূষণের বিষয়টা খুবই কষ্টকর। আমি নিজে হালদায় কালো পানি দেখেছি। গন্ধ পেয়েছি। সেটা বুড়িগঙ্গায়ও আছে। কিন্তু এখানে কেন হবে।’
তামাক চাষ প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, ‘তামাক শুধু মাছ নয়, পরিবেশের সবকিছুরই ক্ষতি করে। হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতে হবে। যাঁরা এটি করেন, তাঁদের ভিন্ন কৃষিকাজে সহায়তা করা হবে।’
ডিম সংগ্রহ বাড়াতে আরও হ্যাচারি স্থাপন, স্লুইসগেট সংস্কার, নাব্যতা রক্ষা এবং রাবার ড্যাম অপসারণের কথা জানান তিনি। তিনি বলেন, ‘হালদা রক্ষায় আমাদের যা যা করা দরকার, সবই করতে হবে। এটা আমাদের গুরত্বপূর্ণ দায়িত্ব। তবে এসব কাজে নদীর পাড়ের মানুষদের সহযোগিতা করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। উপস্থিত ছিলেন সাবেক সচিব আবদুল করিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রউফ, নৌ পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, হালদা গবেষক মনজুরুল কিবরিয়া, প্রকল্প পরিচালক মিজানুর রহমান, মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন ও হালদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী।
এর আগে সকালে গহিরা এলাকায় পোনা মাছ অবমুক্ত করেন উপদেষ্টা ফরিদা আখতার। পরে স্পিডবোটযোগে নদীর মোহনা পর্যন্ত ঘুরে এসে চারটি ড্রোন ক্যামেরা উদ্বোধন করেন, যেগুলো হালদায় অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণে ব্যবহার হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে