নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: বর্তমানে মানুষের আয়ের অনুপাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বাজারে চাল, ডাল, তেল, মাংস, মুরগি ও শাক সবজি থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে। করোনাভাইরাসের এই সংকটের মধ্যে খাদ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি অমানবিক ও ভোক্তা অধিকারের লঙ্ঘন। রোববার (২৩ মে) নগর বিএনপি'র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এসব বলেন।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির ৩য় দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে শাহাদাত আরও বলেন, সাধারণ মানুষকে চরম ভোগান্তি পড়তে হচ্ছে। সরকারদলীয় অতি মুনাফালোভী সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। তার ওপর তীব্র দাবদাহের কারণে প্রচণ্ড গরমে নগরবাসীর জীবনযাত্রা কষ্টদায়ক হয়ে পড়েছে। কোন কোন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মানুষের কষ্ট আরও বেড়ে গেছে। কিন্তু সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার।
নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি প্রশ্নে যাচাইয়ের নামে কাল ক্ষেপণের কৌশল করেছে সরকার। দেশ ও জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থানের কারণে তিনি আজ সবচেয়ে মজলুম নেত্রী। কিন্তু উপ-মহাদেশের এ জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। প্যারোলে মুক্তির নামে শর্ত দিয়ে রাজনীতি ও জনগণ থেকে দূরে রাখছে। তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে সরকার।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ হিসেবে এ দেশের সমৃদ্ধির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সততা ও দেশপ্রেম ছিল সকল প্রশ্নের ঊর্ধ্বে ও ঈর্ষণীয়। তাঁর সততা নিয়ে তাঁর চরম শত্রুরাও কোনো প্রশ্ন তুলতে পারেনি।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, ইবরাহিম বাচ্চু, মো. ইদ্রিস আলী, আবদুল আজিজ, ইসমাঈল বাবুল, নুরুল আলম, পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান লিটন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী এমরান উদ্দীন, বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম: বর্তমানে মানুষের আয়ের অনুপাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বাজারে চাল, ডাল, তেল, মাংস, মুরগি ও শাক সবজি থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে। করোনাভাইরাসের এই সংকটের মধ্যে খাদ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি অমানবিক ও ভোক্তা অধিকারের লঙ্ঘন। রোববার (২৩ মে) নগর বিএনপি'র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এসব বলেন।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির ৩য় দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে শাহাদাত আরও বলেন, সাধারণ মানুষকে চরম ভোগান্তি পড়তে হচ্ছে। সরকারদলীয় অতি মুনাফালোভী সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। তার ওপর তীব্র দাবদাহের কারণে প্রচণ্ড গরমে নগরবাসীর জীবনযাত্রা কষ্টদায়ক হয়ে পড়েছে। কোন কোন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মানুষের কষ্ট আরও বেড়ে গেছে। কিন্তু সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার।
নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি প্রশ্নে যাচাইয়ের নামে কাল ক্ষেপণের কৌশল করেছে সরকার। দেশ ও জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থানের কারণে তিনি আজ সবচেয়ে মজলুম নেত্রী। কিন্তু উপ-মহাদেশের এ জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। প্যারোলে মুক্তির নামে শর্ত দিয়ে রাজনীতি ও জনগণ থেকে দূরে রাখছে। তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে সরকার।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ হিসেবে এ দেশের সমৃদ্ধির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সততা ও দেশপ্রেম ছিল সকল প্রশ্নের ঊর্ধ্বে ও ঈর্ষণীয়। তাঁর সততা নিয়ে তাঁর চরম শত্রুরাও কোনো প্রশ্ন তুলতে পারেনি।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, ইবরাহিম বাচ্চু, মো. ইদ্রিস আলী, আবদুল আজিজ, ইসমাঈল বাবুল, নুরুল আলম, পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান লিটন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী এমরান উদ্দীন, বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫