নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ফুটপাতে চা বিক্রেতা দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে মামলার জন্য থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। চা বিক্রেতা এক নারীর (৩২) অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালত এই আদেশ দেন।
মামলায় অভিযুক্তরা হলেন ডবলমুরিং থানাধীন মো. এরশাদ (৩০), একই এলাকার মো. সালাউদ্দিন (৩০), মো. পাভেল (৩৫) ও কোতোয়ালি এলাকার অজয় চক্রবর্তী (৩৬)। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ বিনতে মোতালেব বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে মামলার জন্য প্রথমে থানায় যান ওই নারী। পুলিশ মামলা না নিলে আদালতের দারস্থ হন। পরে আদালত অভিযোগটি আমলে নিয়ে এফআইআর হিসেবে মামলা গ্রহণ করতে থানা পুলিশকে নির্দেশ দেন।
ওই নারী ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে ফুটপাতে ভ্যানগাড়িতে করে চা বিক্রি করেন। পাশেই একটি ঘর তুলে সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ বিনতে মোতালেব বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৪৩ / ৩০৭ / ৩২৩ / ৩২৪ / ৩৫৪ / ৩৮০ / ৩৮৫ / ৩৮৬ / ৪৪৮ / ৪৫২ / ৫০৬ (খ) / ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এই বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজ শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আদালতের এই ধরনের কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি।
মামলার নথিসূত্রে জানা গেছে, ভাসমান দোকানটির জন্য অভিযুক্ত আসামিরা বিভিন্ন সময় ওই নারীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। গত ২৭ এপ্রিল বাদিনীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা, তা নহলে দোকানের জায়গা ছেড়ে দিতে বলে। এই ঘটনায় ওইদিনই স্থানীয় থানায় একটি জিডি করেন ওই নারী। এতে করে আসামিরা ভুক্তভোগী নারীর প্রতি আরও ক্ষিপ্ত হন।
অভিযোগ উঠে, ৩০ এপ্রিল সন্ধ্যায় আসামিরা ওই নারীর দোকানের সামনে এসে তাঁর চুলের মুঠি ধরে নিচে ফেলে দেয়। পরে তাঁর দোকানটি ভেঙে ফেলে। পরে আসামিরা সবার সামনে ভুক্তভোগী নারীকে হত্যার উদ্দেশ্যে মারধর, টানা হেচড়া ও তাঁর পরিধেয় কাপড় ছিঁড়ে ফেলে। এ সময় ওই নারীর ননদ এগিয়ে আসলে তাঁকেও শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে আশেপাশে লোকজন জড়ো হলে আসামিরা ওই নারীদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার বিষয়ে থানা-পুলিশকে জানালে তাঁরা বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করেন।
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ফুটপাতে চা বিক্রেতা দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে মামলার জন্য থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। চা বিক্রেতা এক নারীর (৩২) অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালত এই আদেশ দেন।
মামলায় অভিযুক্তরা হলেন ডবলমুরিং থানাধীন মো. এরশাদ (৩০), একই এলাকার মো. সালাউদ্দিন (৩০), মো. পাভেল (৩৫) ও কোতোয়ালি এলাকার অজয় চক্রবর্তী (৩৬)। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ বিনতে মোতালেব বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে মামলার জন্য প্রথমে থানায় যান ওই নারী। পুলিশ মামলা না নিলে আদালতের দারস্থ হন। পরে আদালত অভিযোগটি আমলে নিয়ে এফআইআর হিসেবে মামলা গ্রহণ করতে থানা পুলিশকে নির্দেশ দেন।
ওই নারী ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে ফুটপাতে ভ্যানগাড়িতে করে চা বিক্রি করেন। পাশেই একটি ঘর তুলে সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ বিনতে মোতালেব বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৪৩ / ৩০৭ / ৩২৩ / ৩২৪ / ৩৫৪ / ৩৮০ / ৩৮৫ / ৩৮৬ / ৪৪৮ / ৪৫২ / ৫০৬ (খ) / ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এই বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজ শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আদালতের এই ধরনের কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি।
মামলার নথিসূত্রে জানা গেছে, ভাসমান দোকানটির জন্য অভিযুক্ত আসামিরা বিভিন্ন সময় ওই নারীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। গত ২৭ এপ্রিল বাদিনীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা, তা নহলে দোকানের জায়গা ছেড়ে দিতে বলে। এই ঘটনায় ওইদিনই স্থানীয় থানায় একটি জিডি করেন ওই নারী। এতে করে আসামিরা ভুক্তভোগী নারীর প্রতি আরও ক্ষিপ্ত হন।
অভিযোগ উঠে, ৩০ এপ্রিল সন্ধ্যায় আসামিরা ওই নারীর দোকানের সামনে এসে তাঁর চুলের মুঠি ধরে নিচে ফেলে দেয়। পরে তাঁর দোকানটি ভেঙে ফেলে। পরে আসামিরা সবার সামনে ভুক্তভোগী নারীকে হত্যার উদ্দেশ্যে মারধর, টানা হেচড়া ও তাঁর পরিধেয় কাপড় ছিঁড়ে ফেলে। এ সময় ওই নারীর ননদ এগিয়ে আসলে তাঁকেও শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে আশেপাশে লোকজন জড়ো হলে আসামিরা ওই নারীদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার বিষয়ে থানা-পুলিশকে জানালে তাঁরা বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫