Ajker Patrika

করোনার সঙ্গে ডেঙ্গু, চট্টগ্রামে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ জুলাই ২০২১, ২২: ২৬
করোনার সঙ্গে ডেঙ্গু, চট্টগ্রামে নারীর মৃত্যু

করোনার সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নাসিফা জাহান (২০) নামে ওই কলেজ শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জাকির হোসেন।

নিহত নাসিফা নগরীর দেওয়ানহাট এলাকার বাসিন্দা। সে দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী।

মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জাকির হোসেন জানান, গত ২৭ জুলাই সে আমাদের মেডিকেলে চিকিৎসা নিতে আসে। এর এক সপ্তাহ আগ থেকেই নাফিসার শরীরে একই সঙ্গে করোনা ও ডেঙ্গু ধরা পড়ে। যখন তিনি আমাদের হাসপাতালে ভর্তি হন তখন তাঁর ফুসফুস মারাত্মকভাবে সংক্রমিত ছিল।

ডা. জাকির হোসেন আরও জানান, ডেঙ্গুর কারণে নাফিসার শরীরের প্লাটিলেট কাউন্ট ২০ হাজারে নেমে এসেছিল। 

এ বিষয় জানতে চাইলে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, শুক্রবার হওয়ায় মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখনো আমার কাছে রিপোর্ট পাঠানো হয়নি। আমরা এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত