কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে প্রশাসনকে কঠোরভাবে নজর রাখতে বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা থাকবে না। সর্বপ্রথম নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোরবানির ঈদকে সামনে রেখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও কঠোরভাবে নজর রাখতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বিভিন্ন এলাকায় ছিনতাই, মারামারি, সন্ত্রাসী ও ধর্ষণের ঘটনা প্রতিরোধ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় নয়, আনতে হবে আইনের আওতায়।’
সমন্বয় সভায় ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা হচ্ছে। চলমান কাজের মধ্যে সড়ক, কালভার্ট, স্লুইচ গেট নির্মাণের কাজসহ বর্ষার আগে ভাঙা সড়কগুলো মেরামতের কাজ শুরু করতে হবে।’
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, ‘সুপেয় পানি নিশ্চিত করতে সরকারের গভীর নলকূপগুলোর ব্যবহার নিশ্চিত এবং উপজেলার পরিবেশ বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনার নিশ্চিত করতে হবে। উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকতে হবে। বিদ্যুৎ সমস্যা সমাধানে রাত ৮টার পর মার্কেট বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে সকলকে।’
বেলা ১১টা থেকে শুরু হওয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। এ সময় মন্ত্রী উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করেন।
ভূমিমন্ত্রী আনায়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ লাখ টাকার বেঞ্চ ও ১৩টি মসজিদ-মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ১৩ লাখ টাকার চেক প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস. এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মান্নান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল ইসলাম সুমন, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, চেয়ারম্যানদের মধ্যে মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আমিন শরীফ, এম. এ কাইয়ূম শাহ্, হাসনাইন জলিল চৌধুরী সাকিল, আজিজুল হক চৌধুরী বাবুল, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন বাবুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে প্রশাসনকে কঠোরভাবে নজর রাখতে বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা থাকবে না। সর্বপ্রথম নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোরবানির ঈদকে সামনে রেখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও কঠোরভাবে নজর রাখতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বিভিন্ন এলাকায় ছিনতাই, মারামারি, সন্ত্রাসী ও ধর্ষণের ঘটনা প্রতিরোধ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় নয়, আনতে হবে আইনের আওতায়।’
সমন্বয় সভায় ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা হচ্ছে। চলমান কাজের মধ্যে সড়ক, কালভার্ট, স্লুইচ গেট নির্মাণের কাজসহ বর্ষার আগে ভাঙা সড়কগুলো মেরামতের কাজ শুরু করতে হবে।’
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, ‘সুপেয় পানি নিশ্চিত করতে সরকারের গভীর নলকূপগুলোর ব্যবহার নিশ্চিত এবং উপজেলার পরিবেশ বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনার নিশ্চিত করতে হবে। উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকতে হবে। বিদ্যুৎ সমস্যা সমাধানে রাত ৮টার পর মার্কেট বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে সকলকে।’
বেলা ১১টা থেকে শুরু হওয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। এ সময় মন্ত্রী উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করেন।
ভূমিমন্ত্রী আনায়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ লাখ টাকার বেঞ্চ ও ১৩টি মসজিদ-মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ১৩ লাখ টাকার চেক প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস. এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মান্নান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল ইসলাম সুমন, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, চেয়ারম্যানদের মধ্যে মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আমিন শরীফ, এম. এ কাইয়ূম শাহ্, হাসনাইন জলিল চৌধুরী সাকিল, আজিজুল হক চৌধুরী বাবুল, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন বাবুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫