Ajker Patrika

বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে অধ্যাপক সিরাজুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম আদালত প্রতিবেদক
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮: ০৩
বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে অধ্যাপক সিরাজুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

একটি প্রকাশনার প্রবন্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন- বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ ও লেখক নেছার আহমেদ।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মোল্লাপাড়ার নাজিম উদ্দীন সুজন (৬০) মামলাটি করেন। আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।

বাদীর আইনজীবী শাহিদা নুর আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম একাডেমি থেকে ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ‘জাতির পিতা’ নামে একটি পুস্তক প্রকাশিত হয়। এতে ‘শেখ মুজিবের গোপন শত্রু’ নামে প্রবন্ধে বঙ্গবন্ধুর প্রতি অবমাননার অভিযোগে মামলাটি করা হয়েছে। প্রবন্ধটির লেখক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তাঁকে অভিযুক্তের তালিকায় ৩ নম্বর, নেছার আহমদ ও রাশেদ রউফকে যথাক্রমে ১ ও ২ নম্বরে রাখা হয়েছে।

অভিযোগে বলা হয়, অধ্যাপক সিরাজুল ইসলামের প্রবন্ধে বলা হয়, একাত্তরের আগের শেখ মুজিব আর পরের শেখ মুজিব এক নন, বড়ই সত্য কথা। আরেক লাইনে লেখা হয়, নৈতিক পতনই তাঁর দৈহিক পতন ডেকে আনে। এ ছাড়া প্রবন্ধের একাধিক লাইনে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বাদী রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আদালতের আশ্রয় নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত