নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বায়েজিদ এলাকার লিংক রোডের সংযোগ সড়কের পাশ থেকে গত ২৯ জুন ভোরে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ পায় পুলিশ। স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এক দিন পর বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয় তাঁকে। তবে এ ঘটনায় করা মামলায় তদন্ত চালিয়ে যায় পুলিশ। বেরিয়ে আসে তাঁর নাম-পরিচয়। গতকাল শনিবার বিকেলে পুলিশ নিশ্চিত হয়, মরদেহটি চট্টগ্রাম কারাগারে অন্যের বদলে সাজা খাটা আলোচিত সেই মিনু আক্তারের।
মিনু একটি খুনের মামলায় কুলসুম আক্তার নামের অন্য এক নারীর হয়ে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। তিন বছর জেলে থাকার পর আদালতের নির্দেশে গত ১৬ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির ১২ দিন পর ট্রাকচাপায় এমন মর্মান্তিক মৃত্যু হলো তাঁর।
পুলিশ আর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তির পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ৩১ বছর বয়সী মিনু। ছিলেন সীতাকুণ্ডের ছিন্নমূল মানুষের বসতি এলাকায় ভাই রুবেলের আশ্রয়ে। দুর্ঘটনার দিন সকালে ঘর থেকে বের হন। রাতে বায়েজিদের সড়কে নেমে ঝুঁকিপূর্ণভাবে ছোটাছুটি করছিলেন। এ সময় একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি নিহত নারী কারাগারের সেই মিনু আক্তার। ঘটনার দিন রাতে বায়েজিদের লিংক রোডের আগে সানমারের বিপরীত রাস্তায় এদিক–সেদিক ছোটাছুটি করছিলেন তিনি। আমাদের টহল দল তাঁকে দুবার রাস্তা থেকে সরিয়ে পাশের ফুটপাতে এনে দিয়েছিল। পরে গভীর রাতে সড়কে নেমে আবারও দৌড়াদৌড়ি করতে গেলে একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়।’
মিনু সব গুছিয়ে দুই ছেলেকে নিয়ে আবারও নতুন জীবন শুরু করবেন—এমনই আশা ছিল ভাই মো. রুবেলের। এ জন্য বোন আর তাঁর দুই ছেলেকে আশ্রয়ে রেখে সহায়তা করছিলেন তিনি। দরিদ্র রিকশাচালক হলেও বোনের ভাগ্য গড়ার চেষ্টায় আন্তরিকতার ঘাটতি ছিল না তাঁর।
কান্নাচাপা কণ্ঠে রুবেল বলেন, ‘ঘটনার চার দিন পর যখন জানলাম ট্রাকচাপায় নিহত নারীটি আমার বোন, তখন বুঝলাম সে কতটা অভাগী। এত বছর কষ্ট করে, এত অন্যায় সহ্য করে কারাগার থেকে ছাড়া পেয়েও আমার বোনটা সুখী জীবন পেল না। তার দুই ছেলে আছে। তারা মাকে ফিরে পেয়ে অনেক আনন্দে ছিল। এখন আমি তাদের কীভাবে মায়ের মৃত্যুর কথা জানাব।’
মর্জিনা আক্তার নামের এক নারী ২০১৮ সালের রমজান মাসে জাকাতের টাকা ও সন্তানদের ভরণপোষণ দেওয়ার কথা বলে মিনুকে ডেকে নিয়ে যান। পরে জানা যায়, তিনি কারাগারে আছেন। পিতৃহারা সন্তানদের মুখে হাসি ফোটাতে মিনু অন্য নারীর সাজা ভোগের এমন আত্মঘাতী চুক্তিতে রাজি হয়েছিলেন বলে জানান তাঁর ভাই রুবেল।
চট্টগ্রামের বায়েজিদ এলাকার লিংক রোডের সংযোগ সড়কের পাশ থেকে গত ২৯ জুন ভোরে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ পায় পুলিশ। স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এক দিন পর বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয় তাঁকে। তবে এ ঘটনায় করা মামলায় তদন্ত চালিয়ে যায় পুলিশ। বেরিয়ে আসে তাঁর নাম-পরিচয়। গতকাল শনিবার বিকেলে পুলিশ নিশ্চিত হয়, মরদেহটি চট্টগ্রাম কারাগারে অন্যের বদলে সাজা খাটা আলোচিত সেই মিনু আক্তারের।
মিনু একটি খুনের মামলায় কুলসুম আক্তার নামের অন্য এক নারীর হয়ে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। তিন বছর জেলে থাকার পর আদালতের নির্দেশে গত ১৬ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির ১২ দিন পর ট্রাকচাপায় এমন মর্মান্তিক মৃত্যু হলো তাঁর।
পুলিশ আর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তির পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ৩১ বছর বয়সী মিনু। ছিলেন সীতাকুণ্ডের ছিন্নমূল মানুষের বসতি এলাকায় ভাই রুবেলের আশ্রয়ে। দুর্ঘটনার দিন সকালে ঘর থেকে বের হন। রাতে বায়েজিদের সড়কে নেমে ঝুঁকিপূর্ণভাবে ছোটাছুটি করছিলেন। এ সময় একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি নিহত নারী কারাগারের সেই মিনু আক্তার। ঘটনার দিন রাতে বায়েজিদের লিংক রোডের আগে সানমারের বিপরীত রাস্তায় এদিক–সেদিক ছোটাছুটি করছিলেন তিনি। আমাদের টহল দল তাঁকে দুবার রাস্তা থেকে সরিয়ে পাশের ফুটপাতে এনে দিয়েছিল। পরে গভীর রাতে সড়কে নেমে আবারও দৌড়াদৌড়ি করতে গেলে একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়।’
মিনু সব গুছিয়ে দুই ছেলেকে নিয়ে আবারও নতুন জীবন শুরু করবেন—এমনই আশা ছিল ভাই মো. রুবেলের। এ জন্য বোন আর তাঁর দুই ছেলেকে আশ্রয়ে রেখে সহায়তা করছিলেন তিনি। দরিদ্র রিকশাচালক হলেও বোনের ভাগ্য গড়ার চেষ্টায় আন্তরিকতার ঘাটতি ছিল না তাঁর।
কান্নাচাপা কণ্ঠে রুবেল বলেন, ‘ঘটনার চার দিন পর যখন জানলাম ট্রাকচাপায় নিহত নারীটি আমার বোন, তখন বুঝলাম সে কতটা অভাগী। এত বছর কষ্ট করে, এত অন্যায় সহ্য করে কারাগার থেকে ছাড়া পেয়েও আমার বোনটা সুখী জীবন পেল না। তার দুই ছেলে আছে। তারা মাকে ফিরে পেয়ে অনেক আনন্দে ছিল। এখন আমি তাদের কীভাবে মায়ের মৃত্যুর কথা জানাব।’
মর্জিনা আক্তার নামের এক নারী ২০১৮ সালের রমজান মাসে জাকাতের টাকা ও সন্তানদের ভরণপোষণ দেওয়ার কথা বলে মিনুকে ডেকে নিয়ে যান। পরে জানা যায়, তিনি কারাগারে আছেন। পিতৃহারা সন্তানদের মুখে হাসি ফোটাতে মিনু অন্য নারীর সাজা ভোগের এমন আত্মঘাতী চুক্তিতে রাজি হয়েছিলেন বলে জানান তাঁর ভাই রুবেল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে