Ajker Patrika

চট্টগ্রামে করোনায় শনাক্ত বাড়লেও কমেছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে করোনায় শনাক্ত বাড়লেও কমেছে মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩৬৮ জন। শনাক্তদের মধ্যে শহরের ২২৬ ও বিভিন্ন উপজেলার ১৪২ জন রয়েছেন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সীতাকুণ্ডে ৩১ জন। শনাক্তের হার ২৪ শতাংশের বেশি। 

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

এর আগে গতকাল সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামে এক হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩২৭ জন। আর মারা গেছেন সাতজন। সেই হিসেবে আগের দিনের চেয়ে আজ শনাক্ত বেড়েছে ৪১ জন আর মৃত্যু কমেছে চারজন। 

উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৫ হাজার ৫৮৩ ও বিভিন্ন উপজেলার ১২ হাজার ৭৮২। এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৯১ জন। এর মধ্যে নগরের ৪৭০ ও বিভিন্ন উপজেলার ২২১। 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব মাসুম আজকের পত্রিকাকে বলেন, ঈদে চট্টগ্রাম শহরের মানুষ গ্রামে গিয়ে সংক্রমণটা বাড়িয়েছে। বর্তমানে যে সংক্রমণটি বেশি ছড়াচ্ছে সেটি ভারতীয় ধরন। তাই নগরবাসীকে এখনই সতর্ক থাকতে হবে। 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, গ্রামে সংক্রমণ বাড়ার আরও একটি কারণ তারা মাস্ক ও স্বাস্থ্যবিধি মানেন না। এক্ষেত্রে প্রশাসনকে আরও বেশি কঠোর হতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত