Ajker Patrika

চবি শিক্ষার্থীর মৃত্যু

চবি প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৬
চবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র বেলায়েত হোসাইন মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, তিনি মাত্রাতিরিক্ত অ্যালকোহল খেয়েছিলেন। যার কারণে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আজ ভোর ৪টা ৪০ মিনিটে তাঁকে আমাদের মেডিকেল সেন্টারে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বেলায়েতের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার ড. ফছিহুল আলম ভবনে থাকতেন।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ভোর ৬টার দিকে বেলায়েত মারা যান। হাসপাতালের ইনফরমেশন কপি থেকে জানা যায় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তাঁর গ্রামের বাড়ি থেকে তাঁর বাবা ও দুলা ভাই আসছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত