নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বেলা সাড়ে ১১টায় ট্রেনের টিকিটের জন্য চট্টগ্রাম রেলস্টেশনে এসেছেন আবদুল কাইয়ুম। সোনার বাংলা ট্রেনের চারটি টিকিট কেটেছেন তিনি। এত দেরিতে এসেও টিকিট পেয়ে ভীষণ খুশি তিনি। শনিবার অগ্রিম টিকিট দেওয়ার প্রথম দিনে ঝক্কি-ঝামেলা ছাড়াই সবাই টিকিট পেয়েছেন। কাউন্টারও ছিল একেবারে ফাঁকা। এখনো অর্ধেক টিকিটও বিক্রি হয়নি।
আবদুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘মনে করেছিলাম টিকিট পাব না। নিউমার্কেটে কাজে এসে ভাবলাম স্টেশনে ঢুঁ মেরে যাই। এসে দেখলাম মানুষজন কম। কাউন্টার ফাঁকা। তারপর ২ নম্বর কাউন্টার থেকে চারটি টিকিট কাটি।’
এর আগে সকাল ৬টায় স্টেশনে গিয়ে দেখা যায়, ১০-১২ জন টিকিটপ্রত্যাশী সাহরি খেয়ে চলে এসেছেন। তাঁরা মনে করেছিলেন ভিড় হবে। কিন্তু যত সময় গড়িয়েছে, মানুষের চাপ তেমন বাড়েনি। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা টিকিট পেয়ে যান।
এমন আরেকজন যাত্রী মাকসুদুল আলম। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি বলেন, ‘ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় বাড়ি আমাদের। বাড়িতে মা-বাবা ও এক ছোট ভাই আছেন। ব্যবসার কাজে চট্টগ্রামে থাকি। স্ত্রী ও সন্তান নিয়ে বাড়িতে যাব। ঝামেলা ছাড়াই টিকিট পেয়েছি, তাই ভালো লাগছে।’
আজ শনিবার ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হয়। সকাল ৮টা থেকে ৯টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাউন্টারে মাত্র ৫৭ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। চট্টগ্রাম স্টেশনে কাউন্টার ও অনলাইন মিলে ৭ হাজার টিকিট রয়েছে। এর মধ্যে অর্ধেক কাউন্টারে, বাকি অর্ধেক অনলাইনে দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় হাজারের মতো টিকিট অবিক্রীত ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত টিকিটপ্রত্যাশীদের তেমন চাপও নেই। কাল বা পরশু থেকে চাপ বাড়তে পারে।’ তিনি আরও বলেন, ‘টিকিট কালোবাজারি রোধে সিসিটিভি ফুটেজ কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের পর্যাপ্ত সহযোগিতা করছে।’
আগামীকাল ২৪ তারিখে দেওয়া হবে ২৮ তারিখের অগ্রিম টিকিট, ২৫ তারিখে দেওয়া হবে ২৯ তারিখের, ২৬ তারিখে দেওয়া হবে ৩০ তারিখের এবং ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মার্চের টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারে দেওয়া হবে ৫০ শতাংশ, বাকিগুলো অনলাইনে। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি জমা দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না বলে বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা গেছে।
এ ছাড়া ১ থেকে ৮ নম্বর কাউন্টারে আলাদা আলাদা ট্রেনের টিকিট দেওয়া হবে। এক নম্বর কাউন্টারে নারী, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ২ নম্বর কাউন্টারে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস (স্নিগ্ধা ও শোভন চেয়ার), ৩ নম্বর কাউন্টারে পাহাড়িকা ও উদয়ন, ৪ নম্বর কাউন্টারে মহানগর গোধূলি ও মহানগর এক্সপ্রেস, ৫ নম্বরে তূর্ণা এক্সপ্রেস, ৬ নম্বর কাউন্টারে চট্টলা ও বিজয় এক্সপ্রেস (স্নিগ্ধা, শোভন চেয়ার ও শোভন), ৭ নম্বর কাউন্টারে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যাবে। বাকি কাউন্টারে অন্যান্য ট্রেনের টিকিটগুলো দেওয়া হবে।
বেলা সাড়ে ১১টায় ট্রেনের টিকিটের জন্য চট্টগ্রাম রেলস্টেশনে এসেছেন আবদুল কাইয়ুম। সোনার বাংলা ট্রেনের চারটি টিকিট কেটেছেন তিনি। এত দেরিতে এসেও টিকিট পেয়ে ভীষণ খুশি তিনি। শনিবার অগ্রিম টিকিট দেওয়ার প্রথম দিনে ঝক্কি-ঝামেলা ছাড়াই সবাই টিকিট পেয়েছেন। কাউন্টারও ছিল একেবারে ফাঁকা। এখনো অর্ধেক টিকিটও বিক্রি হয়নি।
আবদুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘মনে করেছিলাম টিকিট পাব না। নিউমার্কেটে কাজে এসে ভাবলাম স্টেশনে ঢুঁ মেরে যাই। এসে দেখলাম মানুষজন কম। কাউন্টার ফাঁকা। তারপর ২ নম্বর কাউন্টার থেকে চারটি টিকিট কাটি।’
এর আগে সকাল ৬টায় স্টেশনে গিয়ে দেখা যায়, ১০-১২ জন টিকিটপ্রত্যাশী সাহরি খেয়ে চলে এসেছেন। তাঁরা মনে করেছিলেন ভিড় হবে। কিন্তু যত সময় গড়িয়েছে, মানুষের চাপ তেমন বাড়েনি। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা টিকিট পেয়ে যান।
এমন আরেকজন যাত্রী মাকসুদুল আলম। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি বলেন, ‘ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় বাড়ি আমাদের। বাড়িতে মা-বাবা ও এক ছোট ভাই আছেন। ব্যবসার কাজে চট্টগ্রামে থাকি। স্ত্রী ও সন্তান নিয়ে বাড়িতে যাব। ঝামেলা ছাড়াই টিকিট পেয়েছি, তাই ভালো লাগছে।’
আজ শনিবার ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হয়। সকাল ৮টা থেকে ৯টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাউন্টারে মাত্র ৫৭ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। চট্টগ্রাম স্টেশনে কাউন্টার ও অনলাইন মিলে ৭ হাজার টিকিট রয়েছে। এর মধ্যে অর্ধেক কাউন্টারে, বাকি অর্ধেক অনলাইনে দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় হাজারের মতো টিকিট অবিক্রীত ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত টিকিটপ্রত্যাশীদের তেমন চাপও নেই। কাল বা পরশু থেকে চাপ বাড়তে পারে।’ তিনি আরও বলেন, ‘টিকিট কালোবাজারি রোধে সিসিটিভি ফুটেজ কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের পর্যাপ্ত সহযোগিতা করছে।’
আগামীকাল ২৪ তারিখে দেওয়া হবে ২৮ তারিখের অগ্রিম টিকিট, ২৫ তারিখে দেওয়া হবে ২৯ তারিখের, ২৬ তারিখে দেওয়া হবে ৩০ তারিখের এবং ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মার্চের টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারে দেওয়া হবে ৫০ শতাংশ, বাকিগুলো অনলাইনে। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি জমা দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না বলে বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা গেছে।
এ ছাড়া ১ থেকে ৮ নম্বর কাউন্টারে আলাদা আলাদা ট্রেনের টিকিট দেওয়া হবে। এক নম্বর কাউন্টারে নারী, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ২ নম্বর কাউন্টারে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস (স্নিগ্ধা ও শোভন চেয়ার), ৩ নম্বর কাউন্টারে পাহাড়িকা ও উদয়ন, ৪ নম্বর কাউন্টারে মহানগর গোধূলি ও মহানগর এক্সপ্রেস, ৫ নম্বরে তূর্ণা এক্সপ্রেস, ৬ নম্বর কাউন্টারে চট্টলা ও বিজয় এক্সপ্রেস (স্নিগ্ধা, শোভন চেয়ার ও শোভন), ৭ নম্বর কাউন্টারে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যাবে। বাকি কাউন্টারে অন্যান্য ট্রেনের টিকিটগুলো দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫