চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সংবাদমাধ্যমে উপাচার্যের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামীকে ব্যাখ্যা দিতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত চিঠিটি ডিনের কাছে পাঠানো হয়। তবে ডিন ছুটিতে থাকায় আজ মঙ্গলবার চিঠি তিনি হাতে পেয়েছেন।
চিঠিতে বলা হয়, ‘গত ০৪ অক্টোবর তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে আপনাকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল নয়। পুরো কর্তৃপক্ষ দুর্নীতিতে জড়িত। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সবকিছুতেই অনিয়ম হচ্ছে” প্রমাণ ছাড়া ঢালাওভাবে এই ধরনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এবং উপাচার্যের মানহানিরও শামিল। আপনার এই বক্তব্যের স্বপক্ষে আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রমাণসহ ব্যাখ্যা প্রদানের জন্য আদিষ্ট হয়ে আপনাকে অনুরোধ করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. হেলাল উদ্দিন নিজামী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ৬ তারিখ (নভেম্বর) ছুটিতে ছিলাম। আজ চিঠি হাতে পেয়েছি। চিঠিতে তিনটা লাইন আছে। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
অধ্যাপক আরও বলেন, ‘যে উপাচার্য সাড়ে তিন বছর ধরে সিন্ডিকেট নির্বাচন দেন না, তিনি কে আইনের শাসনে বিশ্বাস করেন? পুরো বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম, সেগুলো কী পত্র-পত্রিকায় ছাপানো হয়নি? এত দিন তিনি যা করেছেন তাতে কি ভাবমূর্তির ক্ষেত্রে সহায়ক হয়েছে? তিনি উচ্চ কণ্ঠে চিৎকার করে সভা পরিচালনা করলে এতে কি কারও মান ক্ষুণ্ন হয়নি? বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এতই ঠুনকো নয় যে, কেউ চেঁচামেচি করলে, তার প্রতিবাদ করলে যে তা ক্ষুণ্ন হবে।’
ব্যবসায় প্রশাসন অনুষদের এ ডিন বলেন, ‘এই ধরনের চিঠি আইনের শাসনের অন্তরায়। আইনের শাসনে শ্রদ্ধাশীল হলে কেউ এই ধরনের চিঠি লিখতে পারেন না। আমি সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এইভাবে চিঠি দিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না। আমরা কোনো অন্যায় ও আইন পরিপন্থী কাজকে আর প্রশ্রয় দিতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যিনি পরিচালনা করবেন, তাঁকে আইনের শাসনের মধ্যেই চলতে হবে।’
প্রসঙ্গত, সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন দিতে গত ১২ অক্টোবর উপাচার্যকে চিঠি দিয়েছেন সব অনুষদের ডিন। কিন্তু চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ না নেওয়ায় গত বৃহস্পতিবার এক সভায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য তার চেয়ার ছেড়ে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। এই ঘটনায় আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদমাধ্যমে উপাচার্যের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামীকে ব্যাখ্যা দিতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত চিঠিটি ডিনের কাছে পাঠানো হয়। তবে ডিন ছুটিতে থাকায় আজ মঙ্গলবার চিঠি তিনি হাতে পেয়েছেন।
চিঠিতে বলা হয়, ‘গত ০৪ অক্টোবর তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে আপনাকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল নয়। পুরো কর্তৃপক্ষ দুর্নীতিতে জড়িত। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সবকিছুতেই অনিয়ম হচ্ছে” প্রমাণ ছাড়া ঢালাওভাবে এই ধরনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এবং উপাচার্যের মানহানিরও শামিল। আপনার এই বক্তব্যের স্বপক্ষে আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রমাণসহ ব্যাখ্যা প্রদানের জন্য আদিষ্ট হয়ে আপনাকে অনুরোধ করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. হেলাল উদ্দিন নিজামী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ৬ তারিখ (নভেম্বর) ছুটিতে ছিলাম। আজ চিঠি হাতে পেয়েছি। চিঠিতে তিনটা লাইন আছে। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
অধ্যাপক আরও বলেন, ‘যে উপাচার্য সাড়ে তিন বছর ধরে সিন্ডিকেট নির্বাচন দেন না, তিনি কে আইনের শাসনে বিশ্বাস করেন? পুরো বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম, সেগুলো কী পত্র-পত্রিকায় ছাপানো হয়নি? এত দিন তিনি যা করেছেন তাতে কি ভাবমূর্তির ক্ষেত্রে সহায়ক হয়েছে? তিনি উচ্চ কণ্ঠে চিৎকার করে সভা পরিচালনা করলে এতে কি কারও মান ক্ষুণ্ন হয়নি? বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এতই ঠুনকো নয় যে, কেউ চেঁচামেচি করলে, তার প্রতিবাদ করলে যে তা ক্ষুণ্ন হবে।’
ব্যবসায় প্রশাসন অনুষদের এ ডিন বলেন, ‘এই ধরনের চিঠি আইনের শাসনের অন্তরায়। আইনের শাসনে শ্রদ্ধাশীল হলে কেউ এই ধরনের চিঠি লিখতে পারেন না। আমি সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এইভাবে চিঠি দিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না। আমরা কোনো অন্যায় ও আইন পরিপন্থী কাজকে আর প্রশ্রয় দিতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যিনি পরিচালনা করবেন, তাঁকে আইনের শাসনের মধ্যেই চলতে হবে।’
প্রসঙ্গত, সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন দিতে গত ১২ অক্টোবর উপাচার্যকে চিঠি দিয়েছেন সব অনুষদের ডিন। কিন্তু চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ না নেওয়ায় গত বৃহস্পতিবার এক সভায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য তার চেয়ার ছেড়ে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। এই ঘটনায় আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে