Ajker Patrika

ইয়াসিনের আস্তানায় প্রশাসনের অভিযান, এক্সকাভেটর ও ট্রাক জব্দ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২২, ২১: ০০
ইয়াসিনের আস্তানায় প্রশাসনের অভিযান, এক্সকাভেটর ও ট্রাক জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ও আলীনগরের স্বঘোষিত রাজা ইয়াছিনের বিস্তৃত আধিপত্যস্থল আলীনগরে দিনব্যাপী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ইয়াছিনের দ্বারা বিশাল আকৃতির বেশ কয়েকটি পাহাড় কেটে প্লট বিক্রির প্রমাণ পান প্রশাসনের কর্মকর্তারা। পরে ঘটনাস্থল থেকে পাহাড় কাটায় ব্যবহৃত তিনটি এক্সকাভেটর, ছয়টি ড্রামট্রাক, একটি ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা আট ঘণ্টা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে চালানো এই অভিযানে সহযোগিতা করে পুলিশ ও র‍্যাবের যৌথ বাহিনী।

এই অভিযানের নেতৃত্বে ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম, সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌস আনোয়ার, র‍্যাবের সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, ‘এই অভিযানের পরিকল্পনা করা হয় খুব গোপনে। কিন্তু এর পরও ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও পুলিশের বিভিন্ন টিম ঘটনাস্থলের কাছাকাছি আসার খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তবে সেখানে গিয়ে দেখা যায় বিপুল পরিমাণ পাহাড় কেটে প্লট তৈরি করেছে ইয়াছিনের দলবল। পাহাড়ের পর পাহাড় কেটেছে তারা। শেষে সেখান থেকে তিনটি এক্সাভেটর, ছয়টি ড্রামট্রাক ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া খুব শিগগির সেখান থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা আলীনগরে দিনব্যাপী অভিযান চালিয়েছে জেলা প্রশাসনসীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সন্ত্রাসীদের নেতৃত্বে অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে জঙ্গল সলিমপুরকে কয়েকটি সমাজে বিভক্ত করেছে সন্ত্রাসীরা। তাদের নিয়ে গড়ে তোলা হয়েছে বিভিন্ন সমিতি। এসব সমিতির হিসাবে গত দুই দশকে এই এলাকায় লক্ষাধিক মানুষের বসতি স্থাপিত হয়েছে। এদের কাছ থেকে নানান অজুহাতে অর্থ আদায় করেন ইয়াছিন-মশিউররা। এভাবে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ায় এখন ধরাকে সরাজ্ঞান করছে এই বাহিনী। প্রশাসনের কর্মকর্তাদেরও তেমন একটা পরোয়া করে না তারা।’ 

ওসি আরও বলেন, ‘সম্প্রতি চট্টগ্রামের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই এলাকা পরিদর্শন করে ফিরে যাওয়ার পথে তাদের গাড়িবহর থেকে এক ইউপি সদস্যকে টেনে নামিয়ে ব্যাপক মারধর করেছে ইয়াছিনের বাহিনী। বিষয়টি প্রশাসনকে ভাবিয়ে তোলে। এর পরই মূলত বেপরোয়া ইয়াছিনের লাগাম টেনে ধরার পরিকল্পনা নিয়ে অভিযান শুরু হয়। ইউপি সদস্যের ওপর হামলার মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন ইয়াছিন আলী (৫৫)। পুলিশ তাঁকে রিমান্ডেও এনেছে। এরই মধ্যে তারা জানতে পারে সলিমপুরে ইয়াছিনের সাম্রাজ্যে আলীনগর এলাকায় ইয়াছিন না থাকলেও তাঁর বাহিনী একের পর এক পাহাড় কেটে সমতল ভূমি ও প্লট তৈরি করছে। ফলে শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে যৌথ অভিযান চালানো হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত