মিনহাজ তুহিন, দুবলার চর থেকে ফিরে
পশ্চিমের আকাশে সূর্য সবে ডুবেছে মাত্র। সাগরের পার ধরে একটু হাঁটতেই হঠাৎ দেখা গেল ঢাল সদৃশ কিছু একটা। কাছে গিয়ে ভালো করে দেখতেই বোঝার বাকি রইল না এটা মৃত কাছিমের পিঠ। আরও কয়েক কদম পা এগোতেই এ রকম আরও ৮–১০টি মৃত কাছিমের দেখা পাওয়া গেল। কোনোটি জোয়ারের পানিতে সদ্য ভেসে এসেছে, আবার কোনোটি বালুর সঙ্গে মিশে যাচ্ছে।
গত বুধবার সন্ধ্যায় সুন্দরবনের দুবলার চরের আলোর কোলের কানার মাথা এলাকায় এমন দৃশ্য চোখে পড়ল। সাগরপাড়ে সারি সারি কাছিম মরে পড়ে থাকলেও তা জেলেদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনাই মনে হয়। প্রতিদিন অন্তত ৫–১০টি কাছিম মৃত ভেসে আসে বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয় কয়েকজন জেলে বলেন, সাগরে মাছ ধরার জালের সঙ্গে আটকে এদের মৃত্যু হয়। পরে জোয়ারের পানিতে কূলে ভেসে আসে। আবার অনেক সময় জালের সঙ্গেও চলে আসে এসব কাছিম।
স্থানীয় জেলে মো. শাহাবুদ্দিন জানান, প্রতিদিন অন্তত ৫–১০টা মৃত কাছিম উপকূলে ভেসে আসে। সাগরে মাছ ধরার জালে এসব আটকা পড়ে। পরবর্তীতে জেলেরা কাছিমগুলোকে সাগরে ফেলে দেয়। যা একপর্যায়ে জোয়ারের পানিতে কূলে ভেসে আসে।
কাছিম গবেষকেরা জানান, শীতকাল হলো গভীর সাগরের প্রাণী কাছিমের প্রজননের সময়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাছিম সৈকতের বালুচরে ডিম পাড়তে আসে। আর তখনই জেলেদের অসতর্কতায় তাদের মৃত্যুর মুখে পড়তে হয়।
দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ-পশ্চিমে এবং হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত। এই চরের মোট আয়তন ৮১ বর্গমাইল। এই চরটি মূলত জেলে গ্রাম। এখানে মাছ ধরার সঙ্গে চলে শুঁটকি শুকানোর কাজ। বর্ষা মৌসুমের ইলিশ শিকারের পর বহু জেলে চার থেকে ছয় মাসের জন্য সুদূর কক্সবাজার, চট্টগ্রামসহ, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি গড়েন। এ সময় তাঁরা মাছকে শুঁটকি বানাতে ব্যস্ত থাকেন।
দুবলার চরে ঘুরতে গিয়ে মৃত কাছিমের সারি দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক রোকনুজ্জামানও। তিনি আজকের পত্রিকাকে বলেন, সারি সারি কাছিমের মৃতদেহ দেখাটা দুঃখজনক। এতে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার পাশাপাশি বাস্তুতন্ত্রের ক্ষতিসাধন হচ্ছে। সংশ্লিষ্টদের উচিত জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি, জালে যেন কচ্ছপ ধরা না পড়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া। ধরা পড়লেও যেন জীবিত ছেড়ে দেওয়া যায় সেদিকেও নজর রাখা।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুবলার চরের এই কাছিমগুলো অলিভ রিভলী কাছিম। এগুলো মারা যাওয়ার পেছনে সম্ভাব্য কয়েকটি কারণ থাকতে পারে। অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সৈকতে কাছিমের আবাসস্থল ধ্বংস করা, নিষিদ্ধ কারেন্ট ও টানা জালের ব্যবহার, জেলেদের জালে আটকে পড়া, সমুদ্রে পরিত্যক্ত জাল ফেলে দেওয়া, ট্রলার বা জেলেদের নৌকায় আঘাত পাওয়া এসব কাছিমের মৃত্যুর কারণ বলে মনে হচ্ছে।
মো. তরিকুল ইসলাম আরও বলেন, ‘গত বছর ঠিক এই দিনে দুবলার চরে আমিও কাছিম মরে থাকতে দেখেছি। ওই এলাকায় আমাদের নেটওয়ার্ক এখনো গড়ে ওঠেনি। আমরা নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কাছিমগুলোকে বাঁচাতে হলে কাছিম যেসব অঞ্চলে বিচরণ করে এবং ডিম পাড়তে আসে, সেসব এলাকা চিহ্নিত করে নজরদারির আওতায় আনতে হবে। এসব অঞ্চল জেলেদের এড়িয়ে চলতে হবে। এ ছাড়া জেলেদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে, যাতে করে তাদের জালে কাছিম ধরা পড়লে দ্রুত সময়ের মধ্যে যেন সেগুলোকে অবমুক্ত করতে পারে। পাশাপাশি আহত হলে যেন দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
পশ্চিমের আকাশে সূর্য সবে ডুবেছে মাত্র। সাগরের পার ধরে একটু হাঁটতেই হঠাৎ দেখা গেল ঢাল সদৃশ কিছু একটা। কাছে গিয়ে ভালো করে দেখতেই বোঝার বাকি রইল না এটা মৃত কাছিমের পিঠ। আরও কয়েক কদম পা এগোতেই এ রকম আরও ৮–১০টি মৃত কাছিমের দেখা পাওয়া গেল। কোনোটি জোয়ারের পানিতে সদ্য ভেসে এসেছে, আবার কোনোটি বালুর সঙ্গে মিশে যাচ্ছে।
গত বুধবার সন্ধ্যায় সুন্দরবনের দুবলার চরের আলোর কোলের কানার মাথা এলাকায় এমন দৃশ্য চোখে পড়ল। সাগরপাড়ে সারি সারি কাছিম মরে পড়ে থাকলেও তা জেলেদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনাই মনে হয়। প্রতিদিন অন্তত ৫–১০টি কাছিম মৃত ভেসে আসে বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয় কয়েকজন জেলে বলেন, সাগরে মাছ ধরার জালের সঙ্গে আটকে এদের মৃত্যু হয়। পরে জোয়ারের পানিতে কূলে ভেসে আসে। আবার অনেক সময় জালের সঙ্গেও চলে আসে এসব কাছিম।
স্থানীয় জেলে মো. শাহাবুদ্দিন জানান, প্রতিদিন অন্তত ৫–১০টা মৃত কাছিম উপকূলে ভেসে আসে। সাগরে মাছ ধরার জালে এসব আটকা পড়ে। পরবর্তীতে জেলেরা কাছিমগুলোকে সাগরে ফেলে দেয়। যা একপর্যায়ে জোয়ারের পানিতে কূলে ভেসে আসে।
কাছিম গবেষকেরা জানান, শীতকাল হলো গভীর সাগরের প্রাণী কাছিমের প্রজননের সময়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাছিম সৈকতের বালুচরে ডিম পাড়তে আসে। আর তখনই জেলেদের অসতর্কতায় তাদের মৃত্যুর মুখে পড়তে হয়।
দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ-পশ্চিমে এবং হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত। এই চরের মোট আয়তন ৮১ বর্গমাইল। এই চরটি মূলত জেলে গ্রাম। এখানে মাছ ধরার সঙ্গে চলে শুঁটকি শুকানোর কাজ। বর্ষা মৌসুমের ইলিশ শিকারের পর বহু জেলে চার থেকে ছয় মাসের জন্য সুদূর কক্সবাজার, চট্টগ্রামসহ, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি গড়েন। এ সময় তাঁরা মাছকে শুঁটকি বানাতে ব্যস্ত থাকেন।
দুবলার চরে ঘুরতে গিয়ে মৃত কাছিমের সারি দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক রোকনুজ্জামানও। তিনি আজকের পত্রিকাকে বলেন, সারি সারি কাছিমের মৃতদেহ দেখাটা দুঃখজনক। এতে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার পাশাপাশি বাস্তুতন্ত্রের ক্ষতিসাধন হচ্ছে। সংশ্লিষ্টদের উচিত জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি, জালে যেন কচ্ছপ ধরা না পড়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া। ধরা পড়লেও যেন জীবিত ছেড়ে দেওয়া যায় সেদিকেও নজর রাখা।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুবলার চরের এই কাছিমগুলো অলিভ রিভলী কাছিম। এগুলো মারা যাওয়ার পেছনে সম্ভাব্য কয়েকটি কারণ থাকতে পারে। অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সৈকতে কাছিমের আবাসস্থল ধ্বংস করা, নিষিদ্ধ কারেন্ট ও টানা জালের ব্যবহার, জেলেদের জালে আটকে পড়া, সমুদ্রে পরিত্যক্ত জাল ফেলে দেওয়া, ট্রলার বা জেলেদের নৌকায় আঘাত পাওয়া এসব কাছিমের মৃত্যুর কারণ বলে মনে হচ্ছে।
মো. তরিকুল ইসলাম আরও বলেন, ‘গত বছর ঠিক এই দিনে দুবলার চরে আমিও কাছিম মরে থাকতে দেখেছি। ওই এলাকায় আমাদের নেটওয়ার্ক এখনো গড়ে ওঠেনি। আমরা নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কাছিমগুলোকে বাঁচাতে হলে কাছিম যেসব অঞ্চলে বিচরণ করে এবং ডিম পাড়তে আসে, সেসব এলাকা চিহ্নিত করে নজরদারির আওতায় আনতে হবে। এসব অঞ্চল জেলেদের এড়িয়ে চলতে হবে। এ ছাড়া জেলেদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে, যাতে করে তাদের জালে কাছিম ধরা পড়লে দ্রুত সময়ের মধ্যে যেন সেগুলোকে অবমুক্ত করতে পারে। পাশাপাশি আহত হলে যেন দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫