সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে চিংড়িঘের তৈরির জন্য রাতের আঁধারে উজাড় হচ্ছে উপকূলীয় বন। খোদ বন বিভাগের কর্মীদের সহযোগিতায় উপকূলীয় সবুজ বেষ্টনীর হাজারো গেওয়া ও কেওড়াগাছ কেটে বন উজাড়ের অভিযোগ উঠেছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে উপকূলবাসীর সুরক্ষায় লাগানো এই গাছগুলো কাটায় আবার হুমকির মুখে পড়বে বাসিন্দারা। অন্যদিকে নিয়মবহির্ভূতভাবে সরকারি গাছ বিক্রিতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বনকর্মীরা।
স্থানীয়রা জানান, সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল ও সৈয়দপুর ইউনিয়নের উপকূলীয় এলাকায় হঠাৎ বেড়েছে চিংড়িঘের তৈরি। বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হাত করে স্থানীয় বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি রাতের আঁধারে উপকূলীয় সবুজ বেষ্টনীর হাজারো গাছ কেটে গড়ে তুলছেন চিংড়িঘের।
গত শুক্রবার দুপুরে ভাটেরখীল উপকূলীয় বনে দেখা যায়, ছাতা মাথায় দিয়ে গাছের চারা পাহারা দিচ্ছেন বন বিভাগের কর্মচারী আবুল হোসেন আজাদ। কিন্তু তাঁর কয়েক শ গজ দক্ষিণেই বনায়নের গাছ কাটছেন কয়েক যুবক। একই সময়ে ওই স্থানের উত্তরে দুটি স্কাভেটর দিয়ে গাছ কেটে মাছের ঘের তৈরির কাজ চলছে।
আবুল হোসেন আজাদ বলেন, গাছ কাটা ও মাছের ঘের নির্মাণ কারা করছে তা তিনি জানেন না। আর কর্মকর্তারাও তাঁকে বিষয়টি জানাননি। ওই সব বিষয় রেঞ্জার ও বিট কর্মকর্তারা দেখাশোনা করেন। এ বিষয়ে তাঁর বলার কোনো সুযোগ নেই। তাঁর দায়িত্ব নতুন রোপণ করা চারা গরু-ছাগল থেকে রক্ষা করা।
গাছ কাটায় নিয়োজিত আবুল কাশেম বলেন, ‘৩০ হাজার টাকা চুক্তিতে গাছগুলো কাটছি। ১ হাজারেরও বেশি ছোট-বড় গেওয়া ও কেওড়াগাছ কেটেছি। আরও ২ হাজার গাছ কাটা বাকি রয়েছে।’ ভাটেরখীল বন বিট কর্মকর্তা সাইফুল ইসলাম তাঁকে গাছগুলো কাটার দায়িত্ব দিয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন আনোয়ার হোসেন, ছাবের আহমদ ও আলতাফ উদ্দিন বলেন, সবুজ বেষ্টনীর জায়গাগুলো তাঁদের পূর্বপুরুষদের। আরএস খতিয়ানেও সেই রেকর্ড আছে। আশি ও নব্বইয়ের দশকে বন বিভাগ এখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগায়। আর যেসব জায়গা খালি ছিল, সেখানে কৃষিকাজ করতেন তাঁরা।
মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, বন বিভাগের কর্মকর্তারা তাঁদের ইচ্ছেমাফিক উপকূলীয় সবুজ বেষ্টনীর হাজার হাজার গাছ কেটে উজাড় করছেন। বিষয়টি নিয়ে তাঁরা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অভিযোগ করেছেন। সম্প্রতি অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয়দের সঙ্গে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঝামেলাও হয়েছে।
ভাটেরখীল উপকূলীয় বন বিট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘উপকূলীয় নতুন বনায়নের জন্য আমাদের ২২ হাজার ৫০০ পিস খুঁটি দরকার ছিল। খুঁটি সংগ্রহের জন্য ইতিমধ্যে ৪৫০টি গেওয়াগাছ কেটেছি। এসব গাছের শিকড় থেকে আবার নতুন গাছ ও ডালপালা বের হবে। এগুলোর বাইরে কোনো গাছ কাটা বা বিক্রি করা হয়নি।’
তবে সহকারী রেঞ্জার খন্দকার আরিফুল ইসলাম বলেন, ‘উপকূলীয় সবুজ বেষ্টনীর গেওয়া ও কেওড়াগাছ কাটা ঠিক হয়নি। এটি অপরাধের পর্যায়ে পড়ে।’
সীতাকুণ্ড উপকূলের রেঞ্জার মোহাম্মদ কামাল হোসেন এসব অনিয়মের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘উপকূলে নতুন বনায়নের জন্য বেশ কিছু গেওয়াগাছ কাটা হয়েছে। সেখানে মাউন্ড নামের নতুন প্রজাতির গাছ লাগানো হবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে চিংড়িঘের তৈরির জন্য রাতের আঁধারে উজাড় হচ্ছে উপকূলীয় বন। খোদ বন বিভাগের কর্মীদের সহযোগিতায় উপকূলীয় সবুজ বেষ্টনীর হাজারো গেওয়া ও কেওড়াগাছ কেটে বন উজাড়ের অভিযোগ উঠেছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে উপকূলবাসীর সুরক্ষায় লাগানো এই গাছগুলো কাটায় আবার হুমকির মুখে পড়বে বাসিন্দারা। অন্যদিকে নিয়মবহির্ভূতভাবে সরকারি গাছ বিক্রিতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বনকর্মীরা।
স্থানীয়রা জানান, সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল ও সৈয়দপুর ইউনিয়নের উপকূলীয় এলাকায় হঠাৎ বেড়েছে চিংড়িঘের তৈরি। বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হাত করে স্থানীয় বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি রাতের আঁধারে উপকূলীয় সবুজ বেষ্টনীর হাজারো গাছ কেটে গড়ে তুলছেন চিংড়িঘের।
গত শুক্রবার দুপুরে ভাটেরখীল উপকূলীয় বনে দেখা যায়, ছাতা মাথায় দিয়ে গাছের চারা পাহারা দিচ্ছেন বন বিভাগের কর্মচারী আবুল হোসেন আজাদ। কিন্তু তাঁর কয়েক শ গজ দক্ষিণেই বনায়নের গাছ কাটছেন কয়েক যুবক। একই সময়ে ওই স্থানের উত্তরে দুটি স্কাভেটর দিয়ে গাছ কেটে মাছের ঘের তৈরির কাজ চলছে।
আবুল হোসেন আজাদ বলেন, গাছ কাটা ও মাছের ঘের নির্মাণ কারা করছে তা তিনি জানেন না। আর কর্মকর্তারাও তাঁকে বিষয়টি জানাননি। ওই সব বিষয় রেঞ্জার ও বিট কর্মকর্তারা দেখাশোনা করেন। এ বিষয়ে তাঁর বলার কোনো সুযোগ নেই। তাঁর দায়িত্ব নতুন রোপণ করা চারা গরু-ছাগল থেকে রক্ষা করা।
গাছ কাটায় নিয়োজিত আবুল কাশেম বলেন, ‘৩০ হাজার টাকা চুক্তিতে গাছগুলো কাটছি। ১ হাজারেরও বেশি ছোট-বড় গেওয়া ও কেওড়াগাছ কেটেছি। আরও ২ হাজার গাছ কাটা বাকি রয়েছে।’ ভাটেরখীল বন বিট কর্মকর্তা সাইফুল ইসলাম তাঁকে গাছগুলো কাটার দায়িত্ব দিয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন আনোয়ার হোসেন, ছাবের আহমদ ও আলতাফ উদ্দিন বলেন, সবুজ বেষ্টনীর জায়গাগুলো তাঁদের পূর্বপুরুষদের। আরএস খতিয়ানেও সেই রেকর্ড আছে। আশি ও নব্বইয়ের দশকে বন বিভাগ এখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগায়। আর যেসব জায়গা খালি ছিল, সেখানে কৃষিকাজ করতেন তাঁরা।
মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, বন বিভাগের কর্মকর্তারা তাঁদের ইচ্ছেমাফিক উপকূলীয় সবুজ বেষ্টনীর হাজার হাজার গাছ কেটে উজাড় করছেন। বিষয়টি নিয়ে তাঁরা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অভিযোগ করেছেন। সম্প্রতি অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয়দের সঙ্গে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঝামেলাও হয়েছে।
ভাটেরখীল উপকূলীয় বন বিট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘উপকূলীয় নতুন বনায়নের জন্য আমাদের ২২ হাজার ৫০০ পিস খুঁটি দরকার ছিল। খুঁটি সংগ্রহের জন্য ইতিমধ্যে ৪৫০টি গেওয়াগাছ কেটেছি। এসব গাছের শিকড় থেকে আবার নতুন গাছ ও ডালপালা বের হবে। এগুলোর বাইরে কোনো গাছ কাটা বা বিক্রি করা হয়নি।’
তবে সহকারী রেঞ্জার খন্দকার আরিফুল ইসলাম বলেন, ‘উপকূলীয় সবুজ বেষ্টনীর গেওয়া ও কেওড়াগাছ কাটা ঠিক হয়নি। এটি অপরাধের পর্যায়ে পড়ে।’
সীতাকুণ্ড উপকূলের রেঞ্জার মোহাম্মদ কামাল হোসেন এসব অনিয়মের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘উপকূলে নতুন বনায়নের জন্য বেশ কিছু গেওয়াগাছ কাটা হয়েছে। সেখানে মাউন্ড নামের নতুন প্রজাতির গাছ লাগানো হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে