Ajker Patrika

চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমে ৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমে ৬ শতাংশ

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ শতাংশ। আগের দিন ছিল ১২ শতাংশ।

আজ সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

চট্টগ্রামে ১ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের চারজন উপজেলার বাসিন্দা। 

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়াল। 

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫১ জন। চট্টগ্রামে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর মোট সংখ্যা ১ লাখ ১২১। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত