নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কাঁচামাল স্বল্পতার অজুহাতে সাময়িক বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে কার্যক্রম বন্ধ রাখে ডায়ালাইসিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের ফটকে স্যান্ডর কর্তৃপক্ষ একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশ উল্লেখ করা হয়েছে, গত নভেম্বর ২০২২ থেকে অনেক কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান আংশিক এবং কেউ কেউ পূর্ণাঙ্গ সরবরাহ বন্ধ রেখেছে।
প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করে নগদ মালামাল ক্রয় করে ডায়ালাইসিস সেবা চালু রাখলেও বর্তমানে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ নগদ অর্থ না থাকার কারণে মালামাল ক্রয় কোনো প্রকারেই সম্ভব হচ্ছে না।
এমন অবস্থায় ডায়ালাইসিসের প্রয়োজনীয় কাঁচামাল স্বল্পতায় আগামী দু-এক দিনের মধ্যে সেবা বিঘ্নিত হতে পারে। যেহেতু ডায়ালাইসিস সেবা অত্যন্ত স্পর্শকাতর জরুরি সেবা, সেহেতু সংশ্লিষ্ট সকল রোগীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রিম অনুরোধ করা হচ্ছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বিগত বছরগুলোতে স্যান্ডরের সেবার বিপরীতে ৩১ কোটি টাকা বকেয়া রয়েছে।
এ বিষয়ে স্যান্ডরের সিনিয়র এক্সিকিউটিভ খালেদ সাইফুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাধারণ ভেন্ডর নামে একটি প্রতিষ্ঠান থেকে ডায়ালাইসিসের কাঁচামাল কিনি। সেখানে অনেক টাকা বকেয়া থাকায় তারা ওষুধ দিচ্ছে না। তাই সেবা দিতে আমাদের সমস্যা হচ্ছে।’
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, কিডনি রোগীদের সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপরদিকে, ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় নিম্ন ও মধ্যবর্তী রোগীরা বিপাকে পড়েছেন। এ বিষয়ে আবুল কাশেম নামে এক রোগী বলেন, ‘আজ দুপুর ১২টার সেশন ২ টায়ও শুরু হয়নি। আমরা গরিব মানুষ ডায়ালাইসিস করতে না পারলে তো মারাই যাব।’
উল্লেখ্য, এর আগে গত বছরের ৪ জানুয়ারি একইভাবে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দিয়েছিল স্যান্ডর। এক বছর পর আবারও একই পদ্ধতিতে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
কাঁচামাল স্বল্পতার অজুহাতে সাময়িক বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে কার্যক্রম বন্ধ রাখে ডায়ালাইসিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের ফটকে স্যান্ডর কর্তৃপক্ষ একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশ উল্লেখ করা হয়েছে, গত নভেম্বর ২০২২ থেকে অনেক কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান আংশিক এবং কেউ কেউ পূর্ণাঙ্গ সরবরাহ বন্ধ রেখেছে।
প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করে নগদ মালামাল ক্রয় করে ডায়ালাইসিস সেবা চালু রাখলেও বর্তমানে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ নগদ অর্থ না থাকার কারণে মালামাল ক্রয় কোনো প্রকারেই সম্ভব হচ্ছে না।
এমন অবস্থায় ডায়ালাইসিসের প্রয়োজনীয় কাঁচামাল স্বল্পতায় আগামী দু-এক দিনের মধ্যে সেবা বিঘ্নিত হতে পারে। যেহেতু ডায়ালাইসিস সেবা অত্যন্ত স্পর্শকাতর জরুরি সেবা, সেহেতু সংশ্লিষ্ট সকল রোগীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রিম অনুরোধ করা হচ্ছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বিগত বছরগুলোতে স্যান্ডরের সেবার বিপরীতে ৩১ কোটি টাকা বকেয়া রয়েছে।
এ বিষয়ে স্যান্ডরের সিনিয়র এক্সিকিউটিভ খালেদ সাইফুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাধারণ ভেন্ডর নামে একটি প্রতিষ্ঠান থেকে ডায়ালাইসিসের কাঁচামাল কিনি। সেখানে অনেক টাকা বকেয়া থাকায় তারা ওষুধ দিচ্ছে না। তাই সেবা দিতে আমাদের সমস্যা হচ্ছে।’
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, কিডনি রোগীদের সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপরদিকে, ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় নিম্ন ও মধ্যবর্তী রোগীরা বিপাকে পড়েছেন। এ বিষয়ে আবুল কাশেম নামে এক রোগী বলেন, ‘আজ দুপুর ১২টার সেশন ২ টায়ও শুরু হয়নি। আমরা গরিব মানুষ ডায়ালাইসিস করতে না পারলে তো মারাই যাব।’
উল্লেখ্য, এর আগে গত বছরের ৪ জানুয়ারি একইভাবে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দিয়েছিল স্যান্ডর। এক বছর পর আবারও একই পদ্ধতিতে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে