চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সংস্কারসংক্রান্ত কাজের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট আরও এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এই সময়ে অনলাইনে শ্রেণি কার্যক্রম চালু থাকবে। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২ ফেব্রুয়ারি সংস্কারকাজের জন্য ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটির তত্ত্বাবধানে চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউটের অভ্যন্তরে অবস্থিত একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল, অন্যান্য অবকাঠামো উন্নয়ন ও সংস্কারকাজ চলছে। এ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সেই কমিটির মেয়াদ আগামী ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই আগামী ৩০ মার্চ পর্যন্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এই সময়ে অনলাইন ক্লাস চালু থাকবে। ইনস্টিটিউটের আওতাধীন শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলও ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধ থাকাকালীন কোনো শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবেন না।
প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনরত চবি চারুকলার স্নাতকোত্তর শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শহীদ বলেন, ‘আমরা স্থানান্তর চাই, সংস্কার নয় ৷ আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত আসেনি বরং শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি লজ্জাজনক।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন শুরু করেন চারুকলার শিক্ষার্থীরা। পরে ২২ দফা দাবি হঠাৎ মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়। পরে গত ২২ জানুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করে শর্ত সাপেক্ষে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। তবে শর্ত পূরণ না হওয়ায় গত ৩১ জানুয়ারি ফের আন্দোলনে নামেন তাঁরা। গত ২ ফেব্রুয়ারি সংস্কারকাজের জন্য ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর মূল ক্যাম্পাসে কয়েক দফা আন্দোলন করেন শিক্ষার্থীরা।
সংস্কারসংক্রান্ত কাজের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট আরও এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এই সময়ে অনলাইনে শ্রেণি কার্যক্রম চালু থাকবে। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২ ফেব্রুয়ারি সংস্কারকাজের জন্য ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটির তত্ত্বাবধানে চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউটের অভ্যন্তরে অবস্থিত একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল, অন্যান্য অবকাঠামো উন্নয়ন ও সংস্কারকাজ চলছে। এ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সেই কমিটির মেয়াদ আগামী ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই আগামী ৩০ মার্চ পর্যন্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এই সময়ে অনলাইন ক্লাস চালু থাকবে। ইনস্টিটিউটের আওতাধীন শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলও ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধ থাকাকালীন কোনো শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবেন না।
প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনরত চবি চারুকলার স্নাতকোত্তর শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শহীদ বলেন, ‘আমরা স্থানান্তর চাই, সংস্কার নয় ৷ আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত আসেনি বরং শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি লজ্জাজনক।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন শুরু করেন চারুকলার শিক্ষার্থীরা। পরে ২২ দফা দাবি হঠাৎ মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়। পরে গত ২২ জানুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করে শর্ত সাপেক্ষে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। তবে শর্ত পূরণ না হওয়ায় গত ৩১ জানুয়ারি ফের আন্দোলনে নামেন তাঁরা। গত ২ ফেব্রুয়ারি সংস্কারকাজের জন্য ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর মূল ক্যাম্পাসে কয়েক দফা আন্দোলন করেন শিক্ষার্থীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে