নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোছাম্মৎ ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ জুন) চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। ফজিলাতুন্নেছা নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক একরাম হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। তাঁর ক্যানসার লিভারসহ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। একটি বেসরকারি হাসপাতালে তিনি দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসা নেওয়া অবস্থায় তাঁর কোভিড ধরা পড়ে। পরে আমাদের হাসপাতালে রেফার করা হয়। এখানে ভর্তির পর তাঁকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার তিনি মারা যান।’
এর আগে ১৬ জুন মিরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের একজনের করোনায় মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়। তিনি অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় ভুগছিলেন এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসকেরা।
এ নিয়ে জুনে কোভিড সংক্রমণ শুরুর পর দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এর আগের ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে। নতুন কোভিড আক্রান্ত সবাই নগরীর বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫৫ জনই নগরীর। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
করোনা ভাইরাস নতুন করে সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরের আন্দরকিল্লায় অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৫টি আইসিইউ বেড রয়েছে। এই হাসপাতালে কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে সদরঘাটে অবস্থিত মেমন-২ হাসপাতালেও ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা রয়েছে। এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোছাম্মৎ ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ জুন) চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। ফজিলাতুন্নেছা নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক একরাম হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। তাঁর ক্যানসার লিভারসহ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। একটি বেসরকারি হাসপাতালে তিনি দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসা নেওয়া অবস্থায় তাঁর কোভিড ধরা পড়ে। পরে আমাদের হাসপাতালে রেফার করা হয়। এখানে ভর্তির পর তাঁকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার তিনি মারা যান।’
এর আগে ১৬ জুন মিরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের একজনের করোনায় মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়। তিনি অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় ভুগছিলেন এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসকেরা।
এ নিয়ে জুনে কোভিড সংক্রমণ শুরুর পর দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এর আগের ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে। নতুন কোভিড আক্রান্ত সবাই নগরীর বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫৫ জনই নগরীর। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
করোনা ভাইরাস নতুন করে সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরের আন্দরকিল্লায় অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৫টি আইসিইউ বেড রয়েছে। এই হাসপাতালে কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে সদরঘাটে অবস্থিত মেমন-২ হাসপাতালেও ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা রয়েছে। এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে