Ajker Patrika

মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১০: ৩৮
মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সোহরাওয়ার্দী ও শাহ আমানত আবাসিক হলে তল্লাশি চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, লোহার পাইপ, গুলতি, বঁটি, ছুরি ও কাচের বোতল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অর্থনীতি বিভাগের কনসার্টে প্রবেশ করাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছোড়াছুড়ি করেন। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার জেরে পরদিন সন্ধ্যায় শহীদ আবদুর রব হলের ঝুপড়িতে বিজয় গ্রুপের এক সাবেক নেতাকে মারধর করেন সিএফসির কর্মীরা। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আবারও দুই গ্রুপের সদস্যরা দুই হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘দুই দিনের মারামারির ঘটনায় আমরা রাতে দুটি আবাসিক হলে তল্লাশি চালাই। এ সময় বেডের নিচ থেকে বেশ কিছু ধারালো রামদা, কিরিচ, বঁটি ও লোহার রড উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।’ 

মারামারির বিষয়ে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘দুই দিনের মারামারির ঘটনায় কেউ কোনো অভিযোগও করেনি। আমরা অভিযোগ দিতে বলেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত