Ajker Patrika

চবির নতুন কলা ভবনে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু

চবি প্রতিনিধি
চবির নতুন কলা ভবনে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ ভবনে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার কলা অনুষদের বিভাগসমূহের মধ্যে আরবি বিভাগের বিভিন্ন বর্ষের পাঠদানের মাধ্যমে নতুন ভবনে শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিভাগের সভাপতি ড. শাযাআত উল্লাহ ফারুকীর সভাপতিত্বে সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আরবি বিভাগের সভাপতি ড. শাযাআত উল্লাহ ফারুকী বলেন, ‘ডিন অফিস থেকে নতুন ভবনে কক্ষ বরাদ্দ পাওয়ার পর আমরা পুরোনো ভবন থেকে মালামাল নিয়ে নতুন ভবনে স্থানান্তরিত হয়েছি। দীর্ঘদিন পর নানা সুযোগ-সুবিধা সংবলিত এই ভবনে স্থানান্তরিত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি ও চবি কলা অনুষদের ডিনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’ 

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ বলেন, ‘আমরা নতুন কলা ভবনে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভিন্ন বিভাগকে কক্ষ বরাদ্দ দিয়েছি। প্রথমে আরবি বিভাগ নতুন ভবনে স্থানান্তরিত হয়ে নিজেদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করেছে। ধীরে ধীরে বাকি বিভাগগুলো চলে যাবে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ৭৫ কোটি টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে অক্টোবর মাসে। নতুন ভবনে প্রতিটি বিভাগের জন্য রয়েছে সুপরিসর পাঁচটি শ্রেণিকক্ষ, সেমিনার লাইব্রেরি, ছাত্রী মিলনায়তন, সম্মেলন কক্ষ, শিক্ষক কক্ষ, সভাপতি কক্ষ, কর্মকর্তা কক্ষ, অতিথি রুম, স্টোর রুম এবং কিচেন রুম। এ ছাড়া ভবনটিতে ছাত্র-ছাত্রী-শিক্ষক ও কর্মচারী সবার জন্য পৃথক পৃথক ওয়াশ ব্লক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত