Ajker Patrika

চবিতে এক কুকুরের কামড়ে পাঁচ শিক্ষার্থী আহত

চবি প্রতিনিধি
চবিতে এক কুকুরের কামড়ে পাঁচ শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি কুকুরের কামড়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শাহজালাল হল, পুলিশ ফাঁড়ির সামনেসহ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের কামড় দেয় ওই কুকুর। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর সাদা রঙের ওই কুকুরকে মেরে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কর্মীরা। 

মাহফুজুর রহমান নামের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দুজন শিক্ষার্থী ব্যাগ নিয়ে ফরেস্ট্রির দিক থেকে জিরো পয়েন্ট আসছিলেন। ডাচ্ বাংলা ব্যাংকের সামনে আসলে একটি সাদা রঙের কুকুর একজনের পায়ে কামড় দেয়। পরে তাকে রিকশায় করে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। 

ভুক্তভোগী একজন শিক্ষার্থী জানান, বেলা ১১টার দিকে ভ্যাকসিন নিতে যাওয়ার সময় সাদা একটি কুকুর তার ডান হাত এবং পায়ে কামড় দেয়। পরে তিনি হাসপাতালে গিয়ে তিনি দেখেন আরও একজনকে ওই কুকুরটাই কামড় দিয়েছে। 

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, কুকুরের কামড়ে আহত হওয়া শিক্ষার্থীদের আমরা ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। তাদের বড় কোনো সমস্যা হয়নি। পাশাপাশি কুকুরটিকে আটক করতে নিরাপত্তা দপ্তরকে বলেছি। 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান (ভারপ্রাপ্ত) শেখ মুহাম্মদ আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, কুকুরটি সকাল থেকে পাঁচজন শিক্ষার্থীকে কামড় দিয়েছে শুনেছি। খবর পেয়ে আমরা কুকুরটিকে মেরে ফেলতে লোক পাঠাই। দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে তাকে মেরে ফেলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত