সবুর শুভ, চট্টগ্রাম
নিখুঁত মাপের আরামদায়ক পোশাক তৈরির জন্য সারা বছরই দরজিপাড়ায় কম-বেশি ব্যস্ততা দেখা যায়। তবে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সবচেয়ে ব্যস্ত সময় কাটে দুই ঈদে। এবার ঈদুল ফিতর সামনে রেখে এরই মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে চট্টগ্রাম নগরীর দরজিপাড়াগুলোতে। নগরীর খলিফাপট্টিতে দরজিশ্রমিকেরা এখন মহাব্যস্ত। যেন দম ফেলার ফুরসত নেই তাঁদের। সেলাই মেশিনের বিরামহীন খটখট শব্দ আর কারিগরদের খোশমেজাজের আলাপেই বোঝা যায়, রেডিমেড পোশাকের দাপটের এই সময়েও দরজিবাড়ির চাহিদা একেবারে ফুরিয়ে যায়নি।
নগরীর সিরাজউদ্দৌলা রোডের সাব এরিয়াসংলগ্ন এলাকায় খলিফাপট্টির অবস্থান। সাধারণত রমজান শুরুর দুই সপ্তাহ আগে থেকেই দরজিদের ব্যস্ততা শুরু হয়ে যায়। খলিফাপট্টির দরজিরা শার্ট, প্যান্ট, থ্রিপিস, লেহেঙ্গা ও স্কার্ট তৈরি করে নগরী এবং এর বাইরের বিভিন্ন মার্কেটে পাইকারিতে বিক্রি করেন। এ ছাড়া অগ্রিম অর্ডার নিয়ে খলিফাপট্টির দরজিরা কাজ করছেন দিনরাত।
খলিফাপট্টির কয়েক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এখানকার ব্যবসায়ীরা সারা বছর রমজানের ঈদের অপেক্ষায় থাকেন। এখানে সারা বছর যত কাজ হয়, তার ৮০ শতাংশ হয় ঈদকেন্দ্রিক। রমজান শুরুর আগে থেকেই এখানকার দরজিরা ব্যস্ত হয়ে পড়েন। ঈদের দিন যতই ঘনিয়ে আসবে তাঁদের ব্যস্ততা ততই বাড়বে। কারিগররা সুই-সুতার কাজ চালিয়ে যাবেন চাঁদরাত পর্যন্ত।
খোঁজ নিয়ে জানা গেছে, খলিফাপট্টিতে ছোট-বড় প্রায় আড়াই শ কারখানা রয়েছে। কারখানাগুলোতে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকার জামাও তৈরি হচ্ছে। দেশি ছাড়াও বিদেশি বিভিন্ন বাহারি ডিজাইনের থ্রিপিস, লেহেঙ্গা, স্কার্ট ও প্যান্ট তৈরি করে থাকেন খলিফাপট্টির ডিজাইন মাস্টাররা। প্রতিটি কারখানায় স্বাভাবিক সময়ে ১০-১২ জন কারিগর কাজ করলেও ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত কারিগর নেওয়া হয়েছে।
গত শনিবার, ৮ মার্চ সরেজমিনে খলিফাপট্টি ঘুরে দেখা গেছে, একপাশে চলছে গ্রাহকের পছন্দের জামার মাপ নেওয়া; অন্য পাশে টেবিলের ওপর কাপড় বিছিয়ে স্কেল-ফিতা নিয়ে চক দিয়ে আঁকা। তারপর কাপড় কাটা। পাশেই সেলাই মেশিনের খরখর শব্দ। কেউ কেউ আবার সেলাই করা কাপড়ে নানা ধরনের পুঁতি ও লেইস সংযুক্ত করার কাজে ব্যস্ত।
মাহবুবুল আলম নামের এক দরজি জানান, প্রতিবছর রমজান আসার আগ থেকেই এখানে ব্যস্ততা শুরু হয়ে যায়। বর্তমানে কাজের চাপও একটু বেশি।
সাইদুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘খলিফাপট্টিতে পোশাক সেলাইয়ের আলাদা চাহিদা রয়েছে। দূরদূরান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা পোশাক নিয়ে এখানে আসছেন। এখানকার সেলাইয়ে আলাদা একটি কারুকাজ আছে।’
এ বিষয়ে খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন জানান, এখানে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ছাড়াও কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা এবং ফেনী থেকে প্রচুর পরিমাণে ক্রেতা আসেন। এখানে অগ্রিম অর্ডার নিয়েও কাজ করা হয়।
খলিফাপট্টির আঁখি ফ্যাশনের কারিগর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কাপড় সেলাইয়ে এখানকার শ্রমিকেরা খুবই দক্ষ। তাঁরা নিজেরাই ডিজাইনার, নিজেরাই কারিগর। এ কারণে খলিফাপট্টির আলাদা একটা সুনাম রয়েছে। মূলত ঢাকার ইসলামপুর ও চট্টগ্রামের টেরিবাজার থেকে কাপড় সংগ্রহ করে এখানে সেলাই পর্বটি সম্পন্ন করেন সংশ্লিষ্টরা।
তথ্যমতে, ১৯৪৭ সালের পর আইয়ুব আলী নামের নোয়াখালীর বেগমগঞ্জের এক ফেরিওয়ালা নিজের গ্রামের কিছু লোকজন এনে খলিফাপট্টিতে কাপড় তৈরির কাজ শুরু করেন। সেই থেকেই শুরু। বর্তমানে এখানকার পুরোনো বেশ কয়েকটি ভবনজুড়ে রয়েছে প্রায় আড়াই শ ছোট-বড় কারখানা।
নিখুঁত মাপের আরামদায়ক পোশাক তৈরির জন্য সারা বছরই দরজিপাড়ায় কম-বেশি ব্যস্ততা দেখা যায়। তবে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সবচেয়ে ব্যস্ত সময় কাটে দুই ঈদে। এবার ঈদুল ফিতর সামনে রেখে এরই মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে চট্টগ্রাম নগরীর দরজিপাড়াগুলোতে। নগরীর খলিফাপট্টিতে দরজিশ্রমিকেরা এখন মহাব্যস্ত। যেন দম ফেলার ফুরসত নেই তাঁদের। সেলাই মেশিনের বিরামহীন খটখট শব্দ আর কারিগরদের খোশমেজাজের আলাপেই বোঝা যায়, রেডিমেড পোশাকের দাপটের এই সময়েও দরজিবাড়ির চাহিদা একেবারে ফুরিয়ে যায়নি।
নগরীর সিরাজউদ্দৌলা রোডের সাব এরিয়াসংলগ্ন এলাকায় খলিফাপট্টির অবস্থান। সাধারণত রমজান শুরুর দুই সপ্তাহ আগে থেকেই দরজিদের ব্যস্ততা শুরু হয়ে যায়। খলিফাপট্টির দরজিরা শার্ট, প্যান্ট, থ্রিপিস, লেহেঙ্গা ও স্কার্ট তৈরি করে নগরী এবং এর বাইরের বিভিন্ন মার্কেটে পাইকারিতে বিক্রি করেন। এ ছাড়া অগ্রিম অর্ডার নিয়ে খলিফাপট্টির দরজিরা কাজ করছেন দিনরাত।
খলিফাপট্টির কয়েক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এখানকার ব্যবসায়ীরা সারা বছর রমজানের ঈদের অপেক্ষায় থাকেন। এখানে সারা বছর যত কাজ হয়, তার ৮০ শতাংশ হয় ঈদকেন্দ্রিক। রমজান শুরুর আগে থেকেই এখানকার দরজিরা ব্যস্ত হয়ে পড়েন। ঈদের দিন যতই ঘনিয়ে আসবে তাঁদের ব্যস্ততা ততই বাড়বে। কারিগররা সুই-সুতার কাজ চালিয়ে যাবেন চাঁদরাত পর্যন্ত।
খোঁজ নিয়ে জানা গেছে, খলিফাপট্টিতে ছোট-বড় প্রায় আড়াই শ কারখানা রয়েছে। কারখানাগুলোতে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকার জামাও তৈরি হচ্ছে। দেশি ছাড়াও বিদেশি বিভিন্ন বাহারি ডিজাইনের থ্রিপিস, লেহেঙ্গা, স্কার্ট ও প্যান্ট তৈরি করে থাকেন খলিফাপট্টির ডিজাইন মাস্টাররা। প্রতিটি কারখানায় স্বাভাবিক সময়ে ১০-১২ জন কারিগর কাজ করলেও ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত কারিগর নেওয়া হয়েছে।
গত শনিবার, ৮ মার্চ সরেজমিনে খলিফাপট্টি ঘুরে দেখা গেছে, একপাশে চলছে গ্রাহকের পছন্দের জামার মাপ নেওয়া; অন্য পাশে টেবিলের ওপর কাপড় বিছিয়ে স্কেল-ফিতা নিয়ে চক দিয়ে আঁকা। তারপর কাপড় কাটা। পাশেই সেলাই মেশিনের খরখর শব্দ। কেউ কেউ আবার সেলাই করা কাপড়ে নানা ধরনের পুঁতি ও লেইস সংযুক্ত করার কাজে ব্যস্ত।
মাহবুবুল আলম নামের এক দরজি জানান, প্রতিবছর রমজান আসার আগ থেকেই এখানে ব্যস্ততা শুরু হয়ে যায়। বর্তমানে কাজের চাপও একটু বেশি।
সাইদুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘খলিফাপট্টিতে পোশাক সেলাইয়ের আলাদা চাহিদা রয়েছে। দূরদূরান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা পোশাক নিয়ে এখানে আসছেন। এখানকার সেলাইয়ে আলাদা একটি কারুকাজ আছে।’
এ বিষয়ে খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন জানান, এখানে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ছাড়াও কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা এবং ফেনী থেকে প্রচুর পরিমাণে ক্রেতা আসেন। এখানে অগ্রিম অর্ডার নিয়েও কাজ করা হয়।
খলিফাপট্টির আঁখি ফ্যাশনের কারিগর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কাপড় সেলাইয়ে এখানকার শ্রমিকেরা খুবই দক্ষ। তাঁরা নিজেরাই ডিজাইনার, নিজেরাই কারিগর। এ কারণে খলিফাপট্টির আলাদা একটা সুনাম রয়েছে। মূলত ঢাকার ইসলামপুর ও চট্টগ্রামের টেরিবাজার থেকে কাপড় সংগ্রহ করে এখানে সেলাই পর্বটি সম্পন্ন করেন সংশ্লিষ্টরা।
তথ্যমতে, ১৯৪৭ সালের পর আইয়ুব আলী নামের নোয়াখালীর বেগমগঞ্জের এক ফেরিওয়ালা নিজের গ্রামের কিছু লোকজন এনে খলিফাপট্টিতে কাপড় তৈরির কাজ শুরু করেন। সেই থেকেই শুরু। বর্তমানে এখানকার পুরোনো বেশ কয়েকটি ভবনজুড়ে রয়েছে প্রায় আড়াই শ ছোট-বড় কারখানা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫