Ajker Patrika

রুমা থেকে কেএনএফের সোর্স সন্দেহে সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ মে ২০২৩, ২১: ২০
রুমা থেকে কেএনএফের সোর্স সন্দেহে সাংবাদিক আটক

কুকিচিং ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফের) সোর্স সন্দেহে লোঙ্গা খুমী (৪০) নামের রুমা উপজেলার এক সাংবাদিককে আটক করা হয়েছে। তিনি কেএনএফের কেন্দ্রীয় কমিটির সহকারী বৈদেশিক বিষয়ক সম্পাদক বলে এক সূত্রে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলগীর হোসেন। তার বিরুদ্ধে রুমা থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রুমা বাজার থেকে লোঙ্গা খুমীকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে রুমা থানায় হস্তান্তর করে। তিনি সাংবাদিকতাকে সামনে রেখে দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ‍্যমসহ নানাভাবে কেএনএফকে সাহায্য করে আসছিলেন। তিনি কেএনএফের পুর্বসংগঠন কেএনডিইউয়েরও সক্রিয় সদস‍্য ছিলেন। 

আটক সাংবাদিক ক্ষুদ্র-নৃগোষ্ঠী খুমী, খিয়াং, লুসাই, ম্রো, তঞ্চগ‍্যা, পাংখোয়া উপজাতিদের অধিকার আদায়ের কথা বলে সর্বদা কেএনএফের সোর্স হিসাবে কাজ করে আসছিলেন বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত