নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রামে পৃথক আট মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক তিনটি আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সদর কোর্টের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানার আটটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এসব মামলার শুনানিতে হাজিরার জন্য গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে সাবেক মন্ত্রীকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর আজ (১৫ জানুয়ারি) সকালে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালত পাঁচটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। অন্যদিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে পৃথক তিনটি মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এ সময় মোশাররফের আইনজীবীরা প্রতিটি মামলায় তাঁর জামিনের আবেদন করেন। আদালত সেগুলো নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া মোশাররফের পক্ষে ডিভিশনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন তাঁর ছেলে মাহবুব রহমান রুহেল। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৭ অক্টোবর তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রামে পৃথক আট মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক তিনটি আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সদর কোর্টের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানার আটটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এসব মামলার শুনানিতে হাজিরার জন্য গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে সাবেক মন্ত্রীকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর আজ (১৫ জানুয়ারি) সকালে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালত পাঁচটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। অন্যদিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে পৃথক তিনটি মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এ সময় মোশাররফের আইনজীবীরা প্রতিটি মামলায় তাঁর জামিনের আবেদন করেন। আদালত সেগুলো নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া মোশাররফের পক্ষে ডিভিশনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন তাঁর ছেলে মাহবুব রহমান রুহেল। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৭ অক্টোবর তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে