নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অর্ধ শতাধিকেরও বেশি কিশোর গ্যাং সক্রিয়। যাঁরা মূলত আধিপত্য বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং এমনকি হত্যার মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। এরা ইয়াবা-ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্য সেবন করছে। আধিপত্য বিস্তারে ব্যবহার করছে অবৈধ অস্ত্র।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। এর আগে নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ‘ডট গ্যাং’ নামে এক কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, ‘দেশে কিছু অপসংস্কৃতির প্রভাব ঘটেছে, তাঁর একটি হচ্ছে কিশোর গ্যাং। অন্যান্য জেলার মতো চট্টগ্রাম মহানগরীতে কিশোর গ্যাং এর আধিপত্য রয়েছে। এর প্রেক্ষিতে কিশোর গ্যাংয়ের ওপর নজরদারি রাখা শুরু করি। এই পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে ৫০ এর অধিক কিশোর গ্যাং শনাক্ত করা হয়েছে।’
মাহবুব আলম বলেন, ‘এসব গ্যাং এর মধ্যে ‘ডট গ্যাং’ বা ‘সুপ্রীমেসি গ্যাং’ নামে একটিকে শনাক্ত করা হয়। যাঁদের বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার হয়ে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের ওপর কয়েক দিন ধরে নজরদারির পর এই গ্যাং এর প্রধানসহ সাতজনকে আটক করা হয়।’
র্যাব-৭ অধিনায়ক আরও বলেন, ‘দেড় বছর আগে এই গ্যাং তৈরি হয়। এই গ্রুপের আনুমানিক সদস্য সংখ্যা ৪০ জন। মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এই গ্রুপটি দ্বারা পরিচালনা হতো। গ্রুপটির বেশির ভাগ সদস্যই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। এরা চট্টগ্রামে বিভিন্ন স্বনামধন্য স্কুলের ছাত্র।’
তিনি বলেন, ‘আটকদের সবাই চট্টগ্রামের একটি কোচিং সেন্টারের নিয়মিত ছাত্র ছিল। সেখানে থেকে তাঁদের সবার সঙ্গে পরিচয়। একসঙ্গে চলাফেরা ও আড্ডা দেওয়া শুরু হয়। আড্ডা দেওয়ার সময় কথিত একটি গ্রুপ তাঁদের কাজ কর্মে বাধা দিতে থাকে। অনেক মারধরও করে। মূলত এখান থেকেই ‘ডট গ্যাং’ গ্রুপটির সৃষ্টি ও কার্যক্রম শুরু হয়। গ্যাং প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকাণ্ডগুলো শেয়ার করতেন। এই গ্যাংটির বিরুদ্ধে একটি ফেসবুক আইডি খুলে তাঁদের বিভিন্ন অপকর্মের স্থির চিত্র এবং ভিডিও চিত্র ধারণ করে আপলোড করার অভিযোগ রয়েছে।’
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সমাজের কিছু প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এরা চলে। মূলত তাঁদের কারণে কিশোর গ্যাং এর সদস্যরা বিপথে চলে যাচ্ছে। আর্থিক সহায়তা দিয়ে এই কিশোর গ্যাংটিকে সহযোগিতা করে বিভিন্ন কাজে লাগায় কথিত বড় ভাইয়েরা।’
তিনি জানান, ‘র্যাবের প্রাথমিক তদন্তে কিশোর গ্যাং এর সঙ্গে তথাকথিত কিছু বড় ভাইদের বিষয়ে অনেক তথ্য পেয়েছি। এদের কেউ প্রভাবশালী, কেউ রাজনীতিবিদ। তবে যেহেতু তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্ত শেষে পরে তাঁদের সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামে অর্ধ শতাধিকেরও বেশি কিশোর গ্যাং সক্রিয়। যাঁরা মূলত আধিপত্য বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং এমনকি হত্যার মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। এরা ইয়াবা-ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্য সেবন করছে। আধিপত্য বিস্তারে ব্যবহার করছে অবৈধ অস্ত্র।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। এর আগে নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ‘ডট গ্যাং’ নামে এক কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, ‘দেশে কিছু অপসংস্কৃতির প্রভাব ঘটেছে, তাঁর একটি হচ্ছে কিশোর গ্যাং। অন্যান্য জেলার মতো চট্টগ্রাম মহানগরীতে কিশোর গ্যাং এর আধিপত্য রয়েছে। এর প্রেক্ষিতে কিশোর গ্যাংয়ের ওপর নজরদারি রাখা শুরু করি। এই পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে ৫০ এর অধিক কিশোর গ্যাং শনাক্ত করা হয়েছে।’
মাহবুব আলম বলেন, ‘এসব গ্যাং এর মধ্যে ‘ডট গ্যাং’ বা ‘সুপ্রীমেসি গ্যাং’ নামে একটিকে শনাক্ত করা হয়। যাঁদের বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার হয়ে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের ওপর কয়েক দিন ধরে নজরদারির পর এই গ্যাং এর প্রধানসহ সাতজনকে আটক করা হয়।’
র্যাব-৭ অধিনায়ক আরও বলেন, ‘দেড় বছর আগে এই গ্যাং তৈরি হয়। এই গ্রুপের আনুমানিক সদস্য সংখ্যা ৪০ জন। মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এই গ্রুপটি দ্বারা পরিচালনা হতো। গ্রুপটির বেশির ভাগ সদস্যই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। এরা চট্টগ্রামে বিভিন্ন স্বনামধন্য স্কুলের ছাত্র।’
তিনি বলেন, ‘আটকদের সবাই চট্টগ্রামের একটি কোচিং সেন্টারের নিয়মিত ছাত্র ছিল। সেখানে থেকে তাঁদের সবার সঙ্গে পরিচয়। একসঙ্গে চলাফেরা ও আড্ডা দেওয়া শুরু হয়। আড্ডা দেওয়ার সময় কথিত একটি গ্রুপ তাঁদের কাজ কর্মে বাধা দিতে থাকে। অনেক মারধরও করে। মূলত এখান থেকেই ‘ডট গ্যাং’ গ্রুপটির সৃষ্টি ও কার্যক্রম শুরু হয়। গ্যাং প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকাণ্ডগুলো শেয়ার করতেন। এই গ্যাংটির বিরুদ্ধে একটি ফেসবুক আইডি খুলে তাঁদের বিভিন্ন অপকর্মের স্থির চিত্র এবং ভিডিও চিত্র ধারণ করে আপলোড করার অভিযোগ রয়েছে।’
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সমাজের কিছু প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এরা চলে। মূলত তাঁদের কারণে কিশোর গ্যাং এর সদস্যরা বিপথে চলে যাচ্ছে। আর্থিক সহায়তা দিয়ে এই কিশোর গ্যাংটিকে সহযোগিতা করে বিভিন্ন কাজে লাগায় কথিত বড় ভাইয়েরা।’
তিনি জানান, ‘র্যাবের প্রাথমিক তদন্তে কিশোর গ্যাং এর সঙ্গে তথাকথিত কিছু বড় ভাইদের বিষয়ে অনেক তথ্য পেয়েছি। এদের কেউ প্রভাবশালী, কেউ রাজনীতিবিদ। তবে যেহেতু তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্ত শেষে পরে তাঁদের সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে