নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে কোন প্রাইম মুভার চলাচল করছে না। সারা দেশে প্রাইম মুভারের চলাচল বন্ধ রয়েছে।’
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭,০০০ প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ১,২০০ প্রাইম মুভার ডিপোতে কন্টেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।
আইসিডি মালিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে প্রাইম মুভারের চালকরা কোন আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন করছে না। এর ফলে আইসিডি থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে পাঠানোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্দর থেকেও আইসিডিতে আসছে না কোনো আমদানি পণ্যবাহী বা খালি কন্টেইনার।
আইসিডি মালিকদের সংগঠন বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, ‘প্রতিদিন ২১টি আইসিডি থেকে ২২০০ থেকে ২৫০০ টিইউ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এই কর্মসূচির কারণে রপ্তানি এসব কন্টেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে পড়বে। রপ্তানি ও আমদানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।’
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন চার হাজার থেকে ৪৫০০ টিইউ আমদানি পণ্য ডেলিভারি হয়। গত ১৪ মে বন্দর থেকে ৪৫৬২ টিইউ কন্টেইনার ডেলিভারি হয়েছিল। এসব পণ্যের বেশির ভাগ এফসিএল কন্টেইনার প্রাইম মুভারে করে ডেলিভারি হয়। কর্মসূচির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে পারবে না।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রাইম মুভারে আহত রোগী বহন করতে রাজি না হওয়ার জের ধরে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ ও পুলিশ সদস্যরা সংগঠনের সভাপতি সেলিম খান ও দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সমাবেশ থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
অভিযোগের বিষয়ে জানতে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।
শ্রমিকদের মজুরি, নিয়োগপত্রসহ বিভিন্ন দাবিতে প্রতিনিয়ত কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিল প্রাইম মুভার শ্রমিকরা।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে কোন প্রাইম মুভার চলাচল করছে না। সারা দেশে প্রাইম মুভারের চলাচল বন্ধ রয়েছে।’
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭,০০০ প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ১,২০০ প্রাইম মুভার ডিপোতে কন্টেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।
আইসিডি মালিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে প্রাইম মুভারের চালকরা কোন আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন করছে না। এর ফলে আইসিডি থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে পাঠানোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্দর থেকেও আইসিডিতে আসছে না কোনো আমদানি পণ্যবাহী বা খালি কন্টেইনার।
আইসিডি মালিকদের সংগঠন বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, ‘প্রতিদিন ২১টি আইসিডি থেকে ২২০০ থেকে ২৫০০ টিইউ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এই কর্মসূচির কারণে রপ্তানি এসব কন্টেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে পড়বে। রপ্তানি ও আমদানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।’
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন চার হাজার থেকে ৪৫০০ টিইউ আমদানি পণ্য ডেলিভারি হয়। গত ১৪ মে বন্দর থেকে ৪৫৬২ টিইউ কন্টেইনার ডেলিভারি হয়েছিল। এসব পণ্যের বেশির ভাগ এফসিএল কন্টেইনার প্রাইম মুভারে করে ডেলিভারি হয়। কর্মসূচির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে পারবে না।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রাইম মুভারে আহত রোগী বহন করতে রাজি না হওয়ার জের ধরে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ ও পুলিশ সদস্যরা সংগঠনের সভাপতি সেলিম খান ও দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সমাবেশ থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
অভিযোগের বিষয়ে জানতে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।
শ্রমিকদের মজুরি, নিয়োগপত্রসহ বিভিন্ন দাবিতে প্রতিনিয়ত কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিল প্রাইম মুভার শ্রমিকরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে