Ajker Patrika

বিএনপি নেতা হত্যার ২০ বছর পর কারাগারে আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৯: ৪১
বিএনপি নেতা হত্যার ২০ বছর পর কারাগারে আসামি

প্রায় ২০ বছর পর ব্যবসায়ী ও বিএনপি নেতা জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার আসামি আবুল কাশেম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৪ জুলাই রাতে নগরের চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে জামাল উদ্দিন অপহৃত হন। পরে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণের দিনই নগরের চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন জামাল উদ্দিনের ছেলে চৌধুরী ফরমান রেজা লিটন। ২০০৫ সালের ২৪ আগস্ট জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র‍্যাব। সিঙ্গাপুরে ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে কঙ্কালটি অপহৃত জামাল উদ্দিনেরই। এর পরই মূলত মামলাটি গতি পায়। এ মামলায় এখনো পর্যন্ত চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার ১৪ আসামির মধ্যে এত দিন কারাগারে ছিলেন শুধু মো. আলমগীর নামের এক আসামি। সর্বশেষ কাশেম চেয়ারম্যান কারাগারে গেলেন। বাকি আসামিরা জামিনে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত